• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
ক্যাম্পাসে পড়ে ছিল অসুস্থ ভুবন চিল
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে অসুস্থ অবস্থায় একটি ভুবন চিল পাওয়া গেছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে সরকারি আজিজুল হক কলেজ চত্বর থেকে চিলটি উদ্ধার করেন পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তীর) সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে তীরের সভাপতি হোসেন রহমান জানান, অসুস্থ ভুবন চিলটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর এটি বন বিভাগের পরামর্শে দ্রুত অবমুক্ত করা হবে। জীববৈচিত্র পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে তীর। বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সংগঠনটি দেশের সর্বোচ্চ জাতীয় পদক বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ২০১১-এ ভূষিত হয়।
১৯ মার্চ ২০২৪, ১৭:৩২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়