• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo
রেলপথ মন্ত্রণালয়ে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির শূন্য পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়জোন- প্রতিষ্ঠানের নাম: রেলপথ মন্ত্রণালয় লোকবল নিয়োগ: ৯ জন  পদের নাম: অফিস সহায়ক  পদসংখ্যা: ৯টি  বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) অন্যান্য সুবিধা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চাকরির ধরন: সরকারি  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) কর্মস্থল: মন্ত্রণালয়ে  বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৪ পর্যন্ত।
২৮ এপ্রিল ২০২৪, ০৯:১১

এসএসসি পাসে চাকরি দেবে ইউএস-বাংলা, কাজ বিমানবন্দরে 
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটির এয়ারক্রাফট লোডার বিভাগ এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস পদের নাম: এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট  বিভাগ: এয়ারক্রাফট লোডার পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি  অন্যান্য যোগ্যতা: উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি, শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী, প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। চশমা গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা: যেকোনো প্রতিষ্ঠানে লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: শুধু পুরুষ  বয়সসীমা: ১৮ থেকে ২৭ বছর  কর্মস্থল: বাংলাদেশের যেকোনো বিমানবন্দরে  বেতন: ১৬,০০০ টাকা (প্রতি মাস)  অন্যান্য সুবিধা: মেডিকেল ইন্স্যুরেন্স, সাপ্তাহিক ২ দিন ছুটি। ডিউটি শিডিউল অনুযায়ী খাবার প্রদান করা হবে। যেখানে খাবার দেওয়া হবে না সেখানে ১,৫০০/- টাকা করে প্রদান করা হবে খাবার ভাতা বাবদ। প্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক দুটি উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৪ পর্যন্ত।
২৭ এপ্রিল ২০২৪, ১০:২১

আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার 
বর্তমান শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা (এসএসসি) তিন ঘণ্টার হলেও আগামী বছর থেকে পরিবর্তন আসছে এ ধারায়। ২০২৫ সালে এ পরীক্ষা হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী। এতে মোট ১০টি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি বিষয়ের মূল্যায়ন হবে পাঁচ ঘণ্টায়। দীর্ঘ এ সময়টা পরীক্ষার হলেই অবস্থান করতে হবে পরীক্ষার্থীদের। অবশ্য মাঝে বিরতি পাবেন তারা।  জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা ‘২০২৫ এর দশম শ্রেণি শেষে পাবলিক মূল্যায়ন পরীক্ষা’ সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনটি এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উচ্চপর্যায়ের কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী প্রতিবেদনটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান। জানা গেছে, আগামী বছর দশম শ্রেণিতে শিক্ষার্থীরা মোট ১০টি বিষয় পড়বে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি। এই পাঠ্যসূচির ওপরই অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। বিষয়ের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী প্রকল্পভিত্তিক কাজ, সমস্যা সমাধান, অ্যাসাইনমেন্ট ইত্যাদির পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে পরীক্ষার্থীদের। মূল্যায়নে অনুসন্ধান, প্রদর্শন, মডেল তৈরি, উপস্থাপন, পরীক্ষণ, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয় থাকবে। এনসিটিবি সূত্র জানিয়েছে, লিখিত মূল্যায়নে ৫০ শতাংশ ওয়েটেজ থাকবে। আর বাকি ৫০ শতাংশ ওয়েটেজ থাকবে কার্যক্রমভিত্তিক মূল্যায়নে। পরীক্ষার মান ও মূল্যায়নে নিরপেক্ষতা যাতে বজায় রাখা যায়, সে জন্য লিখিত মূল্যায়নে বর্তমান পাবলিক পরীক্ষার মতো খাতা ব্যবহার করা হবে। আর পরীক্ষা শেষে একযোগে ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। এদিকে নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষার নাম পরিবর্তন হচ্ছে না বলে নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডগুলোর সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। এছাড়া নতুন পাঠ্যক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা গ্রহণের সার্বিক আয়োজনের জন্য বিষয়ভিত্তিক ৬০০ শিক্ষকের সমন্বয়ে রিসোর্সপুল গঠন করার পরিকল্পনা রয়েছে এনসিটিবির। সূত্র বলছে, রিসোর্সপুলকে প্রথমে বোর্ডের আয়োজনে এনসিটিবির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ৭ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। আর ১১টি শিক্ষা বোর্ডের প্রতিটির জন্য প্রতি বিষয়ে ৪ জন করে মোট ৪৪ জন শিক্ষককে চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বাস্তবায়ন করা হয়। আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। এরপর ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হবে।
২৪ এপ্রিল ২০২৪, ১০:১৯

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, লাগবে এসএসসি পাস
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) পদে ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- পদের নাম: ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) পদসংখ্যা: ৯০ জন চাকরির ধরন: চুক্তিভিত্তিক বেতন বিভাগ: ১ শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। বয়সসীমা: ২৭ মার্চ ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। আবেদন ফি: সার্ভিস চার্জসহ ১১২ টাকা। আবেদন করবেন যেভাবে: আগ্রহীরা http://bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: ২২ এপ্রিল, ২০২৪ বিকাল পাঁচটা পর্যন্ত।
২২ এপ্রিল ২০২৪, ১০:২১

সেফটি ট্যাংক থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পাঁচবাটি গ্রামে রিফাত হোসেনের বাড়ির পেছনে সেফটি ট্যাংক থেকে শনিবার সকালে জাকারিয়া আলম সম্রাট (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্রাট মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।  স্থানীয়রা জানান, সম্রাট লেখাপড়া করা অবস্থায় বোনারপাড়া ইউনিয়নের পাঁচবাটি গ্রামের মিলন মিয়ার ছেলে রিফাত হোসেনসহ (১৯) আরও কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই সুবাদে সম্রাট ওই বাড়িতে আসা যাওয়া করতো। গত ১৭ এপ্রিল রাত ৯টার দিকে রিফাত ও তার বন্ধুরা সম্রাটকে ক্যামেরা বিক্রির টাকা দেওয়ার জন্য মোবাইল ফোনে পাঁচবাটি গ্রামে ডেকে নিয়ে আসেন। পরে তাকে সকলে মিলে বেদম মারপিটে হত্যা করে সেফটি ট্যাংকের ভেতরে রেখে দেয়। এ দিকে সম্রাটের বাবা অনেক খোঁজাখুঁজির পর ছেলের সন্ধান না পেয়ে ১৯ এপ্রিল শুক্রবার সাঘাটা থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে রিফাতের বাড়ির পেছনের সেফটি ট্যাংক থেকে আজ সম্রাটের মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে সাঘাটা থানার ওসি মমতাজুল হক জানান, ‘সম্রাটের বাবা নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করায় আমরা সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে রিফাতের বাড়ির পেছনের সেফটি ট্যাংক থেকে সম্রাটের মরদেহ উদ্ধার করি। এ ঘটনার সঙ্গে জড়িত মূল আসামি রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ক্যামেরা ভাড়া দেওয়ার টাকা নিয়ে দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’
২০ এপ্রিল ২০২৪, ১৮:১০

বাংলাদেশ রেলওয়েতে বিশাল নিয়োগ, এসএসসি পাসেও আবেদন
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। পৃথক চার পদে মোট ৪৯৩ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- ১. পদের নাম: ফিল্ড কানুনগো পদের সংখ্যা: ৬টি বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩) আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২. পদের নাম: গার্ড গ্রেড-২ পদের সংখ্যা: ১১৪টি বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪) আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস হতে হবে। শারীরিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৩. পদের নাম: আমিন পদের সংখ্যা: ২২টি বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬) আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৪. পদের নাম: পয়েন্টসম্যান পদের সংখ্যা: ৩৫১টি বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮) আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সুঠাম দেহের অধিকারী হতে হবে। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: পাবনা, লালমনিরহাট, নীলফামারী ও কুষ্টিয়া জেলা ব্যতীত সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স: প্রার্থীর বয়স ১৮ মার্চ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর। আবেদন ফি: ফিল্ড কানুনগো, গার্ড গ্রেড-২ ও আমিন পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং পয়েন্টসম্যান পদের জন্য ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইডের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের প্রক্রিয়া: প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আবেদনের সময়সীমা: আগামী ২১ এপ্রিল, ২০২৪ পর্যন্ত।
০৩ এপ্রিল ২০২৪, ১৩:০০

বিমান বাংলাদেশে একাধিক পদে নিয়োগ, এসএসসি পাসেও আবেদন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ১৩টি পদে ১১৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম : বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। চাকরির ধরন : স্থায়ী। প্রার্থীর ধরন : নারী-পুরুষ। কর্মস্থল : যে কোনো স্থান। বয়স : ২১ মার্চ ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩৫ বছর। আবেদনের নিয়ম : আগ্রহীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড এর মাধ্যমে আবেদন করতে পারবেন।  আবেদনের সময় : ১০ এপ্রিল ২০২৪ পর্যন্ত। আবেদন ফি : টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৩ নং পদের জন্য ৬৬৯ টাকা, ৪-৭ নং পদের জন্য ৫৫৮ টাকা, ৮-১০ নং পদের জন্য ৩৩৫ টাকা, ১১-১৩ নং পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদনের শেষ সময় : ১০ এপ্রিল ২০২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
২৩ মার্চ ২০২৪, ০৯:০১

পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটির শূন্য পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম : গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পদসংখ্যা : ১টি  লোকবল নিয়োগ : ৩ জন  পদের নাম : অফিস সহায়ক  পদসংখ্যা : ৩টি  বেতন : ১৫,৫০০ থেকে ৩৯,১৭০ টাকা, প্রাথমিক ধাপে ১৫,৫০০ টাকা। এছাড়াও বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি পাবেন।  শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চাকরির ধরন: অস্থায়ী  কর্মস্থল: গোপালগঞ্জ আবেদন পাঠানোর ঠিকানা: অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতী, গোপালগঞ্জ এর বরাবরে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে৷ সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না।  বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিখিলযোগ্য।  আবেদন ফি : জেনারেল ম্যানেজার, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতী, গোপালগঞ্জ এর অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে ১০০ টাকার পে-অর্ডার সংযুক্ত করতে হবে। আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২১ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
২১ মার্চ ২০২৪, ১১:৫৮

রেলওয়েতে বিশাল নিয়োগ, এসএসসি পাসেও আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। পৃথক চার পদে মোট ৪৯৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- ১. পদের নাম: ফিল্ড কানুনগো পদের সংখ্যা: ৬ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩) আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে। ২. পদের নাম: গার্ড গ্রেড-২ পদের সংখ্যা: ১১৪ বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪) আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস হতে হবে। শারীরিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। ৩. পদের নাম: আমিন পদের সংখ্যা: ২২ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬) আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে। ৪. পদের নাম: পয়েন্টসম্যান পদের সংখ্যা: ৩৫১ বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮) আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সুঠাম দেহের অধিকারী হতে হবে। বয়স: প্রার্থীর বয়স ১৮ মার্চ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর। আবেদন ফি: ফিল্ড কানুনগো, গার্ড গ্রেড-২ ও আমিন পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং পয়েন্টসম্যান পদের জন্য ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইডের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা এই ওয়েসাইটের http://br.teletalk.com.bd মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আবেদনের সময়সীমা: ২১ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
২০ মার্চ ২০২৪, ১১:০২

ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
মানিকগঞ্জে ট্রাকচাপায় কাউসার হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউসার হোসেন সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না গ্রামের আব্দুর রহমানের ছেলে। মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল কাউসার। নিহত কাউসারের সহপাঠীরা জানান, এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবগুলো পরীক্ষা সম্পন্ন করে কাউসার। আজকে তাদের কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ছিল। সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য স্কুলে আসছিল। পথিমধ্যে মহাসড়কের জাগীর এলাকায় আসার পর ট্রাকচাপায় মারা যায় কাউসার। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১৪ মার্চ ২০২৪, ১৩:২১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়