• ঢাকা রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
logo
অবশেষে নতুন গান নিয়ে হাজির রিংকু
দেড় দশকের বেশি সময় ধরে বাউল, মরমি ও সুফি ঘরানার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন সংগীতশিল্পী রিংকু। কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তিনি। পরপর চারবার স্ট্রোক করেছেন এই ক্লোজআপ তারকা। সর্বশেষ ২০২০ সালে দুবার স্ট্রোক হওয়ায় শরীরের বাঁ-পাশ অবশ হয়ে গেছে তার। এরপর থেকেই গান থেকে দূরে রয়েছেন রিংকু। নতুন খবর হলো অবশেষে মুক্তি পেল রিংকুর নতুন গান ‘জোছনা বিলাস’।  সম্প্রতি মিডিয়া  ভয়েসের ব্যানারে মুক্তি পায় ‘জোছনা বিলাস’ গানটি। গানটির কাহিনী, সংলাপ ও পরিচালনায় ছিলেন এ আর রাজ। সংগীতায়োজনে মুশফিক লিটু। নতুন গান নিয়ে রিংকু বলেন, এতদিন পর আমার ভক্ত-শ্রোতাসহ সারাদেশের মানুষের জন্য এই গানটা আজ উন্মুক্ত করলাম। আমার এই অবস্থায় গানটি রিলিজ করতে যারা পাশে ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। নতুন এই গানটি আমার শ্রোতাভক্তদের হৃদয় জয় করবে বলে আমি আশাবাদী। তিনি আরও বলেন, এই গানটার মাঝে লুকিয়ে আছে সকলের জন্য একটি বার্তা, একটি কঠিন সত্য। এই দুনিয়ায় খারাপ-ভালো সবই থাকবে। এর মধ্য থেকে আপনাকে ভালোটাই বেছে নিতে হবে। আপনার যা মন চাইবে তাই করতে পারবেন এমনটা নয়। ভালো পথে চলতে হবে, এবং দুনিয়া থেকে ভালোভাবেই বিদায় নিতে হবে। রিংকু বলেন, জীবনটা অনেক সুন্দর। জীবনটাকে অবহেলা করে হেলায় হারাবেন না। এবং ভুল সিদ্ধান্ত নিয়ে বিপথে পা বাড়াবেন না। আপনার একটা ভুল সিন্ধান্তে শুধু আপনি নন আপনার পরিবারও সমানভাবে ভুক্তভোগী হবে। মূলত এই বার্তাটিই গানের মাধ্যমে আমার শ্রোতাভক্তদের মাঝে পৌঁছে দিতে চেয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে নতুন নতুন গান নিয়ে আবার ফিরে আসতে পারি। এ আর রাজ বলেন, গানটা দীর্ঘ পাঁচ বছর ধরে রিংকু ভাইয়ের অপেক্ষায় ছিল। তিনি তো অসুস্থ ছিলেন। প্রত্যাশা ছিল তিনি সুস্থ হয়ে ফিরে আসলে পরে গানটা আরও সুন্দর করে করবো। কিন্তু সেই সৌভাগ্য হলো না। তার অসুস্থতার মাঝেই গানটা করে ফেলতে হয়েছে আমাদের। সবাই দোয়া করবেন। গানটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন।  গানটির সহকারী পরিচালক উৎসব ও এস কে হৃদয়। অভিনয়ে- সুরাইয়া নীল, নয়ন কারকুন, ঝোটন, পার্থ, নাজমুল, উত্তম অধিকারী, বাদল, এস কে হৃদয়, উৎসব, মুস্তাফিজ সহ অন্যান্য শিল্পীবৃন্দ। ক্যামেরায় ছিলেন এস এম কারীম ও প্রধান সহকারী শাকিল ও এস কে হৃদয়।
১৪ জুন ২০২৪, ১৮:৩০

অভিনেতা নাঈমের নতুন গান 
জনপ্রিয় অভিনেতা এফ এস নাঈম। ছোট পর্দার পাশাপাশি কাজ করেছেন সিনেমাতেও। অনেকেরই হয়তো অজানা, এই অভিনেতা ভালো গানও করেন। সম্প্রতি তার গাওয়া ‘মায়া’ শিরোনামের একটি গান অনলাইন প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে মুক্তি পেয়েছে। নতুন গানটি নিয়ে নাঈম বলেন, ধীরে ধীরে আমার গানের শ্রোতা তৈরি হচ্ছে। ‘মায়া’ গানটি যারা শুনেছেন তাদের সবাই প্রশংসা করেছেন। গানটি মূলত ঈদ উপলক্ষেই প্রকাশ করেছি। ঈদ উৎসবের রং শ্রোতাদের মাঝে আরও তুমুল হয়ে আসুক এই শুভ কামনা নিয়েই গানটি প্রকাশ করা। অভিনেতা হিসেবে যারা এতকাল ভালোবাসা দিয়ে আসছেন। তাদের কাছে এই গানটিও খারাপ লাগবে না। ‘মায়া’  শিরোনামের গানটি স্যাড রোমান্টিক ঘরানার। এর সুর ও সংগীতায়োজন করেছেন আবিদ ফয়সাল অমি। যিনি ক্যাসেট ব্যান্ডের একজন সদস্য।  প্রসঙ্গত, এর আগে নাঈমের গাওয়া ‘তোমাকে’  শিরোনামের একটি গান প্রকাশ পেয়েছিল ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। সেই গানও বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। 
১১ জুন ২০২৪, ১৯:২৯

ঈদে সামিনা চৌধুরীর নতুন গান
জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। আসন্ন পবিত্র ঈদুল আজহায় ফিরছেন ‘আবার যদি দেখা হয়ে যায়’ শিরোনামের নতুন গান নিয়ে। এ প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, কিছুটা বিরতি দিয়ে দারুণ একটি গানে কণ্ঠ দিলাম। স্মৃতিচারণ নিয়ে রাজু চৌধুরীর লেখা গানটি অসম্ভব ভাল লেগেছে। আশা করছি শ্রোতাদেরও গানটি ভাল লাগবে। রাজু চৌধুরীর কথায় গানটির সুর করেছেন এহসান রাহী। সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন আল-মাসুদ। সব ঠিক থাকলে মিউজিক প্রডাকশন লেবেল ‘শব্দ কারিগর’ এর চার বছর পূর্তি ও ঈদ উপলক্ষে গানটি প্রকাশিত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে। প্রসঙ্গত, চলতি বছর বেশ কয়েকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। সবশেষ গেয়েছেন রুখসানা পারভীন সুরমার কথা ও মুরাদ নূরের সুরে ‘মেঘবরষা’ গান। এর সংগীত করেছেন মুশফিক লিটু।
১০ জুন ২০২৪, ১৮:০৬

এবার ঈদেও বাংলা-হিন্দি গান শোনাবেন ড. মাহফুজুর রহমান
এবার ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান। এবারে ২ টি সঙ্গীতানুষ্ঠান নিয়ে আসছেন তিনি। সঙ্গীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। আর তাইতো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান। এ ধারাবাহিকতায় এবারের ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে ঈদের দিন রাত ১০.৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। অনুষ্ঠানে রয়েছে মোট ১০ টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। বাংলা গানের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় কয়েকটি হিন্দি গান। অ্যালবামে রয়েছে নীলে নীলে আম্বার, দিল দে দিয়া হ্যায়, হামে অর জিনে কি, জিনা ইয়াহান মারনা ইয়াহান, আমার চোখের আলো, তুমি তো জানো না প্রিয়, তোমার নিঃশ্বাসে বিষ ছিল, চুপ কেন তুমি চুপ কেন এবং প্রথম প্রেম শিরোনামের গান। এছাড়া ঈদের পরদিন রাত ১০.৩০ মিনিটে প্রচার হবে দ্বৈত গানের সঙ্গীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। অনুষ্ঠানে থাকছে কেহেদু তুমছে, তুঝে দেখা তু ইয়ে, মুঝে দিলসে ভুলানা, মেরা দিল ভি কিতনা পাগল, ঢোলনা, তু চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্ত, ওয়াদা কারো, সাস মে তেরি, তু তু হ্যায় ওয়াহি দিলনে এবং কিতনি বেচেইন হোকে শিরোনামের গান। ডুয়েট গানগুলোতে ড. মাহফুজুর রহমানের সহশিল্পী হিসেবে রয়েছেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা। 
০৯ জুন ২০২৪, ২০:৫৯

এ এক অন্য আসিফ আকবর
সংগীতশিল্পী আসিফ আকবরের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘দ্য লাস্ট ডন’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এতে ডন চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।   শনিবার (৮ জুন) এ নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ। তিনি লিখেছেন, একজন গায়ক গান গায়, আনন্দের জীবন। তার চোখে ধরা পড়তে থাকে যাপিত জীবনের নিকৃষ্ট অংশগুলো। সে নিজেও সেই নোংরা সমাজের একটি অংশ। বিচারের বাণী কাঁদছে নিভৃতে, ডন আইন তুলে নেয় নিজের হাতে।  তিনি আরও লিখেছেন, শিশু ধর্ষণ ও পাচার, তাদের অঙ্গ কর্তন করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা এবং নারী পাচারসহ মানবপাচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমরা তৈরি করেছি ‘দ্য লাস্ট ডন’! গায়ক হিসেবে আমি সর্বোচ্চ ন্যায়বিচার চাইতে পারি কথা, সুরে, গানে। স্ট্যাটাসের সঙ্গে এই সংগীতশিল্পী বেশ কিছু ছবিও জুড়ে দিয়েছেন। সেখানে দেখা গেছে, আসিফের পরনে প্যান্ট-স্যুট, সঙ্গে টাই। চোখে সানগ্লাস। আর ব্লেজারের পকেটে রাখা আছে বড় একটি গোলাপ। চুলগুলো পরিপাটি, হাতে ভারী অস্ত্র।  সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে ‘দ্য লাস্ট ডন’ মিউজিক্যাল ফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করেছেন সৈকত নাসির। সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন জাভেদ আহমেদ কিসলু। সব ঠিক থাকলে আগামী ১৭ জুন ঈদের দিন বিকেল ৪টায় আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত হবে। 
০৯ জুন ২০২৪, ১৪:৩৮

ঈদে নতুন গান নিয়ে আসছেন রাকা
এ প্রজন্মের কণ্ঠশিল্পী রাকা পপি। একের পর এক মৌলিক গানের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলেছেন এই শিল্পী। ঈদ উপলক্ষে তার গাওয়া মৌলিক গান ‘তোমার নামে লিখে দেবো পুরো বাংলাদেশ’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার (৬ জুন)। মিউজিক ভিডিও আকারে এই গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ হচ্ছে বলে জানালেন। এ প্রসঙ্গে রাকা পপি বলেন, এটি একটি ভিন্নধর্মী লোক আঙ্গিকের প্রেমের গান। ভালোবাসার জন্য একজন মেয়ে কতকিছু করার চিন্তাভাবনা করতে পারে, সেই বিষয়টি অনেক গুরুত্বসহকারে ফুটে উঠেছে এতে। গনটি দর্শক শ্রোতাদের মনে স্থান করে নেবে বলে মনে রাকা পপি। তিনি জানান, ‘তোমার নামে লিখে দেবো পুরো বাংলাদেশ’ গানটির গীতিকার ও সুর করেছেন বিখ্যাত বাউল শিল্পী, সুরকার এবং সঙ্গীত পরিচালক শাহ আলম সরকার। সঙ্গীত পরিচালনা করেছেন আর জয় (মুম্বাই)। জীবন চন্দ্র দাসের পরিচালনায় নির্মাণকৃত মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মহিমা চৌধুরী এবং শিমুল চৌধুরী। এর আগে ‘প্রেম নগর’, ‘ও কালাচাঁন’, ‘সব কথা হবে না বলা’, ‘গোধুলি বিকেল’, ‘ভালোবাসার ধরন’সহ প্রায় অর্ধ শতাধিক মৌলিক গানে তিনি কণ্ঠ দিয়েছেন বলে জানান এই শিল্পী। তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আধুনিক ও লোকগীতির গানের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী। বাংলাদেশ টেলিভিশন, বেতার, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং দেশ এবং দেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ট্রিপুরাসহ বিভিন্ন রাজ্যের স্টেজ শোতে নিয়মিতভাবে সঙ্গীতত পরিবেশন করে ব্যস্ত সময় পার করছেন। 
০৬ জুন ২০২৪, ১৭:৫১

গান করা নিয়ে যে দুঃসংবাদ দিলেন তাহসান
সংগীতে মুগ্ধতা ছড়ানো এক নাম তাহসান খান। অভিনয়েও ছড়িয়েছেন দ্যুতি। নতুন খবর হলো, ভোকাল কর্ডের অসুস্থতায় ভুগছেন এই গায়ক ও অভিনেতা। হেটেরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালীতে। এই রোগে আক্রান্ত হলে গলার কাঠামো পরিবর্তন হয়ে যায়, কমে যায় গান গাওয়ার মনোবল। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। তাহসান বলেন, ২০১৮ সাল থেকে এই সমস্যার শুরু। এরপর থেকে আর আগের মতো অনায়াসে গাইতে পারি না। এমনকি কখনও আগের মতো গাইতে পারবো কি না, তা নিয়েও রয়েছে শঙ্কা। বর্তমানে চলছে চিকিৎসা। তিনি আরও বলেন, এখন মাঝে মাঝে গান গাইতে পারলেও যখন এই সমস্যা বেড়ে যায়, তখন আর একেবারেই গাইতে পারি না। ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা আমার লাইভে গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটার কারণেই আমি আর গাইতে পারছি না। প্রসঙ্গত, আসছে ঈদে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তাহসান অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘বাজি’। এই সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর অভিনয়ে ফিরছেন তিনি।
০৫ জুন ২০২৪, ১৭:২৯

গান ছেড়ে দেবেন আলী হাসান, গাইবেন ইসলামী সংগীত
বাবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়্যারের দোকানের হাল ধরেছিলেন র‍্যাপার আলী হাসান। তবে লোকসানের মুখে বহু বছরের স্মৃতিবিজড়িত সেই ব্যবসা আট মাস আগে গুটিয়ে নিতে হয়েছে তাকে। ব্যবসা করতে গিয়ে নিজের জীবনের বাস্তবতা গানে গানে তুলে এনেছেন তিনি। হাসানের কথা ও সুরে ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামে একটি গান করে রাতারাতি আলোচনায় আসেন আলী হাসান। এরপরে গান তাকে নানাভাবেই পরিচিতি এনে দেয়। সম্প্রতি গানকে হারাম বলে আলোচনায় এসেছেন তিনি।  সম্প্রতি একটি অনুষ্ঠানে আলী হাসান বলেন, গান-বাজনার টাকা হারাম। এত হাদিস চলবে না। যেটা হারাম, হারামই। আমার অটো বিজনেসের টাকা হালাল। সংগীত থেকে আয় হচ্ছে হারাম। এ জন্য ব্যবসার টাকায় (হালাল আয়) বাজার-সদায় করি, আর মিডিয়ার টাকায় (হারাম আয়) বিল্ডিং তৈরি করি। মিলাই-ঝিলাই করতেছি। গান নিয়ে এমন বন্তব্যের পর নেটিজেনদের রোষানলে পড়েছেন আলী হাসান। এই ইস্যুতে আলী জানিয়েছেন, নিজের গানে ব্যবহার করবেন না বাদ্যযন্ত্র। গাইবেন ইসলামী গান। গণমাধ্যমকে আলী হাসান বলেন, আমার বক্তব্য অনেকে বুঝতে পারেননি। আসলে আমি বলতে চেয়েছি, গানে যে বাদ্য-বাজনা ব্যবহার হয়, তা আমাদের ধর্মে হারাম। সেই কাজগুলো ছেড়ে দিতে চাই। পুরো ইন্টারভিউটা দেখলে আপনারা হয়তো আমার মনের কথাটা বুঝতে পারবেন। ছোট একটি ক্লিপস দেখে কাউকে বিচার করবেন না। যদি আমার অসৎ উদ্দেশ্য থাকত, তাহলে এ বিষয়ে কথা বলতাম না। আমি প্রায় এক ঘণ্টার একটি সাক্ষাৎকার দিয়েছি। এর মধ্যে অনেক বিষয় নিয়ে কথা বলেছি। অনেক প্রশ্নের উত্তর মজা করে দিয়েছি। আবার কিছু প্রশ্নের উত্তর ওভাবে গুছিয়ে বলতে পারিনি। আর যেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে সেটা মজার ছলে বলেছি। আলী হাসান জানান, বাদ্যযন্ত্র ছেড়ে দিলেও মিডিয়ায় থাকবেন তিনি। র‌্যাপ বা আধুনিক গান ছাড়লেও ভবিষ্যতে ইসলামী সংগীতের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা আছে তার।  গান ছেড়ে দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, আমার ধার্মিক মা-বাবা, স্ত্রী সবাই ধার্মিক। সবাই নামাজ-কালাম নিয়ে আছেন। আমার স্ত্রী মাদরাসায় পড়াশোনা করেন। ছেলেকে মাদরাসায় ভর্তি করেছি। তাই সিদ্ধান্ত নিয়েছি, গান-বাজনা ছেড়ে দেব। এ প্রসঙ্গে র‌্যাপারের ভাষ্য, বর্তমানে গান ও অটো ব্যবসা দুটো মিলিয়েই চলছি। ধীরে ধীরে গান থেকে সরে আসব। বেশ কয়টি গানের কাজ হাতে আছে। সেগুলো শেষ করে গান ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে। আমার শেষ গানের শিরোনাম হবে ‘ইসলাম’। এটি তৈরি করার পর আর গান লিখব না। প্রকাশের পর মানুষ হয়তো বুঝতে পারবে, কেন আমি গান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।  
০২ জুন ২০২৪, ১৮:২৬

নুসরাত ফারিয়ার নতুন গান
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি নাম করেছেন গানেও। এবার তার জন্য গান তৈরি করেছেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। আর বিষয়টি তিনি জানিয়েছেন নিজেই। বৃহস্পতিবার (৩০ মে) এক ইনস্টাগ্রাম পোস্টে ফুয়াদ লিখেছেন, নুসরাত ফারিয়ার সঙ্গে রেকর্ডিং। তখন তার দীপ্তিচ্ছটা ছিল দেখার মতো। সে বলেছে আমি তার শৈশবের মিউজিক্যাল হিরো এবং নিজেকে তার চিমটি কাটতে হয়েছিল। কিন্তু হে, একই অনুভূতি, সে আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে যাচ্ছেন। এই ফ্যানগার্লিং চলতে থাকুক। ফুয়াদ জানিয়েছেন, নতুন এ গানে তাদের সঙ্গে রয়েছেন তরুণ গায়ক সঞ্জয় ও বাঁধন। তবে গানটির নাম কী, কিংবা কে লিখেছেন, প্রকাশ পাচ্ছে কবে— সেসব এখনও প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত, ২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে গানে আত্মপ্রকাশ ফারিয়ার। এরপর একে একে প্রকাশিত হয় তার গাওয়া ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ ও ‘বুঝি না তো তাই’। ভিন্ন ধাঁচের গানগুলো শ্রোতা-দর্শকের মন জয় করে।
৩১ মে ২০২৪, ১৮:১৩

প্রকাশ্যে এলো ‘পুষ্পা টু’ সিনেমার বাংলা গান
আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’ সিনেমার মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন দর্শকেরা। চলতি বছরের আলোচিত সিনেমাগুলোর মধ্যে এটি একটি। সিনেমাটি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সিক্যুয়াল। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় পার্ট। বর্তমানে ‘পুষ্পা টু’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতারা ও কলাকুশলীরা।   শোনা যাচ্ছে, অন্য ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও মুক্তি পাবে ‘পুষ্পা টু’। এবার প্রকাশ্যে এলো সিনেমাটির নতুন গান। তবে তেলেগু নয়, মুক্তি পেয়েছে   গানটির বাংলা ভার্সন। গানটির শিরোনাম ‘আগুনের’।  বুধবার (২৯ মে) গানটি ‘টি-সিরিজ বাংলা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এ গানের কথা লিখেছেন কলকাতার শ্রীজাত ব্যানার্জি। মিউজিক করেছেন দেবী শ্রী প্রসাদ। গানটি কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। তবে গানের ভিডিওতে সিনেমার মূল দৃশ্য দেখানো হয়নি। বরং শুটিংয়ের বিভিন্ন দৃশ্য যেমন রয়েছে, তেমনি এ গানের শুটিংয়ের নানা দৃশ্যও রাখা হয়েছে। মুক্তির পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছে গানটি।  সিনেমার প্রথম ফ্র্যাঞ্চাইজির চেয়ে ‘পুষ্পা টু’ আরও বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। শুধু তাই নয়, এর বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি রুপি। প্রসঙ্গত, ‘পুষ্পা টু’ সিনেমায় একজন চন্দন কাঠের পাচারকারীর চরিত্রে আল্লু অর্জুন এবং তার প্রেমিকা শ্রীবল্লীর (দুধ বিক্রেতা) ভূমিকায় দেখা যাবে রাশমিকাকে। সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ সিনেমায় আরও অভিনয় করছেন— ফাহাদ ফসিল, প্রকাশ রাজ, সুনীল, রাও রমেশ প্রমুখ।  
৩০ মে ২০২৪, ১৩:০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়