smc
logo
  • ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২০, ১১ কার্তিক ১৪২৭

সূর্যের চেয়ে বড় ও লাখ গুণ উজ্জ্বল নক্ষত্রের সন্ধান

  বিজ্ঞান ডেস্ক, আরটিভি নিউজ

|  ১৪ অক্টোবর ২০২০, ১৫:৩৮ | আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০৮:৪১
Apple Star
অ্যাপেপ স্টার
মহাবিশ্ব নিয়ে রহস্যের শেষ নাই। প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে নতুন নতুন গ্রহনক্ষত্র। এবার জ্যোতির্বিজ্ঞানীরা সন্ধান পেয়েছেন নতুন নক্ষত্রের। এই নক্ষত্রের নাম দেওয়া হয়েছে অ্যাপেপ স্টার। এর আকার সূর্যের চেয়ে ১০ থেকে ১৫ গুণ বড় আর প্রায় এক লাখ গুণ উজ্জ্বলতা।

বিরল গঠনের নতুন আবিষ্কার হওয়া তারাটিও অতি উজ্জ্বল ও উষ্ণ। এর গঠন অনন্য। চিলিতে বসানো ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির টেলিস্কোপের মাধ্যমে এটি সনাক্ত হয়। পৃথিবী থেকে প্রায় আট হাজার আলোকবর্ষ দূরে এর অবস্থান। ষাটের দশকের শেষ দিকে চার্লস ওলফ্‌ এবং জর্জ রায়েটের আবিষ্কার করা তারাগুলো অতি উজ্জ্বল ও উষ্ণ। 

আরও পড়ুনঃ

মঙ্গলগ্রহে মিললো তিনটি হ্রদ

মরিচা ধরছে চাঁদে

সূর্যের সবচেয়ে কাছ থেকে ছবি পাঠালো সোলার অরবিটার

বিশেষজ্ঞরা বলছেন, এই নক্ষত্রের বাতাস এর প্রকৃতির জন্য অত্যন্ত আক্রমণাত্মক। এখানে পুরো বিভ্রান্তিকর ধূলিকণা চলাচল করে। এটি ভবিষ্যৎ কী ধারণ করতে পারে তা এখনও নিশ্চিত হতে পারেননি। সম্ভবত যথেষ্ট ধ্বংসাত্মক হতে পারে।

এই নক্ষত্রের সম্ভাব্য ভবিষ্যৎ হিসেবে বিজ্ঞানীরা বলছেন, এটি তার প্রতিবেশী নক্ষত্র ও গ্রহগুলোকে ক্ষতি করতে পারে।

সূত্র: টেক টাইমস

জিএ

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৯৪৮২৭ ৩১০৫৩২ ৫৭৪৭
বিশ্ব ৪,১৫,৭০,৮৩১ ৩,০৯,৫৮,৫৪৬ ১১,৩৭,৭০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিজ্ঞান এর সর্বশেষ
  • বিজ্ঞান এর পাঠক প্রিয়