• ঢাকা শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ইভিএমে আঙুলের ছাপ নিয়ে বিড়ম্বনায় ভোটাররা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৩৯

ঢাকা-১৩ আসনে ভোট গ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে আঙুলের ছাপে বিড়ম্বনা দেখা হয়েছে। ফলে প্রত্যেক ভোটারদের ৪-৫ বার আঙুলের ছাপ দিতে হচ্ছে।

রোববার সকালে ঢাকা-১৩ আসনের মোহাম্মাদীয়া আলীয়া মাদরাসা, জাফরাবাদ গ্রাফিক্স ডিজাইন ইন্সটিটিউট, পিসি কালচার পাবলিক স্কুলসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এই জটিলতা দেখা যায়।

ইভিএম ব্যবহারের জটিলতায় পড়েন ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী মো. সাদেক খান। তিনি সকাল ৮টা ৫০ মিনিটে মোহাম্মাদীয়া আলীয়া মাদ্রাসায় ভোট প্রদান করেন।

এ বিষয়ে দায়িত্বরত কর্মকর্তারা জানান, শীতকালে রুক্ষ ত্বক ও নারীদের বিভিন্ন গৃহস্থালি কাজের ফলে অনেকের আঙুলের ছাপ নিতে জটিলতা দেখা দিচ্ছে। তবে আঙুলের ছাপ না মিললেও স্মার্টকার্ড, ভোটার আইডি নম্বর দেখে ভোটার শনাক্ত করা যাচ্ছে। তবে ভোট দিতে কোনো সমস্যা হবে না বলে তারা আশা করছেন।

ঢাকা-১৩ ছাড়াও ঢাকা-৬, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২ মোট ৬ টি আসনে নির্বাচন হচ্ছে ইভিএমে।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • ভোটের হাওয়া এর পাঠক প্রিয়
X
Fresh