• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নৌকা প্রতীকে নির্বাচন ২৭২ আসনে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ডিসেম্বর ২০১৮, ২৩:২৭

ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে এবার ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন ২৭২ আসনের প্রার্থীরা। এই প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের নেতা আছেন ২৫৮ জন। অন্যরা জোটের শরিক দলগুলোর।

নির্বাচন কমিশনে পাঠনো চিঠিতে দলরে পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাকি আসনের মধ্যে জোট শরিক জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল প্রতীকে দুটি আসনে অংশ নেবে।

অবশিষ্ট ২৬টি আসনে নৌকা প্রতীকে কোনও প্রার্থী থাকবে না। এ ২৬টি আসনে লাঙল প্রতীকে লড়বেন জাতীয় পার্টি (এরশাদ) এর প্রার্থীরা।

এদিকে, ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন ২৯৮জন প্রার্থী। বিএনপি নিজেদের জন্য ২৪২টি আসন রেখে শরিকদলগুলোর জন্য বাকি আসন ছেড়ে দিয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • ভোটের হাওয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
X
Fresh