• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ড. মঈন খাঁনের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

  ১৬ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৪

নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খাঁনের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ করা হয়েছে দলের পক্ষ থেকে।

আজ (রোববার) দুপুর সাড়ে ১২টায় পাঁচদোনা এলাকায় গণসংযোগের সময় এ হামলা করা হয়। এতে বিএনপির অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ হামলার জন্য যুবলীগ ও ছাত্রলীগকে দায়ী করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, হামলা মঈন খানের ড্রাইভার, সহকারী, ছাত্রদল নেতা মো. মাসুদ খান, রাসেল মিয়াসহ প্রায় ৫০জনের বেশি দলীয় নেতাকর্মী আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহতদের ঢাকা আনা হচ্ছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, হামলাকারীরা বিএনপি নেতাকর্মীদের ১০টি মোটরসাইকেল ভাংচুর ও চারটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

জেএইচ

এদিকে, হামলার পর বিকেলে নরসিংদী জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ড. আবদুল মঈন খাঁন।

তিনি বলেন, নির্বাচনী এলাকা পাচঁদোনা বাজারে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করতে যান তিনি। এসময় ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। ওই সময় নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈতি করে তাকে রক্ষা করে। হামলাকারীদের অস্ত্রের আঘাতে বিএনপির ৫০ নেতা-কর্মী আহত হন।

ড. আবদুল মঈন অভিযোগ করেন, ঘটনার সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। বাংলাদেশ কি সন্ত্রাসী জনপদে পরিণত হয়েছে।

তিনি বলেন, আমি সকলের কাছে এই প্রশ্ন রাখতে চাই। এই দেশের বুকে তারা আজকে বিজয় দিবসের দিনে কলঙ্ক লেপন করেছে।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দল-প্রার্থীর সঙ্গে ডামি ভোটারও আছে আ.লীগের : মঈন খান
X
Fresh