logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৭

এখন বিলবোর্ডে সবাই নেতা: সেতুমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৯ | আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:০৯
এখন বিলবোর্ডে সবাই নেতা সেতুমন্ত্রী
ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড  টাঙিয়ে বড় নেতা হওয়া যায় না, আওয়ামী লীগের নেতা টাকা দিয়ে নয়, ত্যাগ দিয়ে হতে হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে আওয়ামী লীগে কর্মীর সংখ্যা কমে গেছে। বেড়েছে নেতার সংখ্যা। এখন পোস্টার বিলবোর্ড লাগাতে মানুষ ভাড়া করতে হয়। বিলবোর্ডে সবাই নেতা।

সেতু মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিকে কখনও জায়গা দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে শুদ্ধি অভিযান শুরু করেছেন। তাই সবাই সাবধান হয়ে যান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগে মনোনয়ন বাণিজ্যের দিন শেষ। এখন আর মনোনয়ন বাণিজ্য করা যাবে না। যারা মনোনয়ন বাণিজ্য করতেন তারা সময় থাকতে সাবধান হয়ে যান।

আরো পড়ুন

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আওয়ামী লীগ এর সর্বশেষ
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়