• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিএনপি নেতাদের আন্দোলনের হুমকি কার বিরুদ্ধে প্রশ্ন তথ্যমন্ত্রীর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ডিসেম্বর ২০১৯, ২১:৪৯
বিএনপি নেতাদের আন্দোলনের হুমকি কার বিরুদ্ধে প্রশ্ন তথ্যমন্ত্রীর
ফাইল ছবি

খালেদা জিয়ার জামিন না হলে দলটির নেতারা আন্দোলনের যে হুমকি দিয়েছেন তা আদালতের বিরুদ্ধে কিনা সে প্রশ্ন রেখেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে মঞ্চনির্মাণ ও আয়োজন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রশ্ন করেন।

তথ্যমন্ত্রী বলেন, আগামীকাল পাঁচ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন না হলে আন্দোলনটা কার বিরুদ্ধে? আন্দোলনটা কি আদালতের বিরুদ্ধে?

তিনি বলেন, জামিন দেওয়ার এখতিয়ার আদালতের, সরকারের নয়। তাহলে তারা আদালতের বিরুদ্ধে আন্দোলনে নামবে? বিএনপির বক্তব্য থেকে সেটিই মনে হয়।

তথ্যমন্ত্রী বলেন, তাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় তারা আইন মানে না, আদালত মানে না, দেশের বিচার মানে না। বিএনপি যদি বিচার না মানে, আইন না মানে, আদালত না মানে এবং আদালতের রায়ের বিরুদ্ধে যদি রাজপথে নামে, সেটা আদালত অবমাননা। সেক্ষেত্রে আদালত স্বপ্রণোদিত হয়ে কিছু করে কিনা সেটিই দেখার বিষয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
X
Fresh