• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

ভোজ্যতেলের দাম অনেক দেশে দুই গুণের বেশি বেড়েছে : ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আরটিভি নিউজ

  ০৬ মে ২০২২, ১৪:০১
ভোজ্যতেলের দাম অনেক দেশে দুই গুণের বেশি বেড়েছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে ভোজ্যতেলের দাম প্রতিবেশী দেশসহ অনেক দেশে দুই গুণের বেশি বেড়েছে। এ যুদ্ধের কারণে শুধু তেল নয়, খাদ্যসামগ্রী, জ্বালানি— সবকিছুর দাম বিশ্বে ঊর্ধ্বমুখী।
তিনি বলেন, বাংলাদেশতো আইসোলেটেড কোনো আইল্যাল্ড নয়। কাজেই প্রভাব প্রতিক্রিয়া সব জায়গায় পরবেই, এতে কিছু করার নেই।
শুক্রবার (৬ মে) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ছয় লেনের প্রকল্প পরিদর্শনকালে সাইনবোর্ড এলাকায় তিনি এ কথা বলেন।
এ সময় শ্রীলঙ্কার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, শ্রীলঙ্কার মতো দেশের রিজার্ভ মাত্র ৫০ মিলিয়ন। কয়েক দিন আগেও দুই বিলিয়ন ছিলো। আমাদের এখনও ৪৪ বিলিয়ন ডলার। মানুষ কষ্ট পাবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সত্যিকার অর্থে সংকটে ক্রাইসিস মুহূর্তের ম্যানেজার। তিনি করোনাকালে দূরদর্শী নেতৃত্ব দিয়ে, কমনসেন্স দিয়ে প্ল্যান করেছেন-সমাধান করেছেন।
এবারের ঈদেও মানুষের শান্তি ছিলো না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের প্রেক্ষিতে সেতুমন্ত্রী বলেন, মানুষ যদি আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায়।

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই আ.লীগ: কাদের
আওয়ামী লীগ কখনও ইতিহাস বিকৃতিতে বিশ্বাস করে না: ওবায়দুল কাদের
জনগণের ম্যান্ডেট নিয়েই আ.লীগ রাষ্ট্র পরিচালনা করছে: কাদের
বিএনপি ক্ষমতায় গেলে রক্তে ভাসিয়ে দেবে : ওবায়দুল কাদের
X
Fresh