• ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

আনুষ্ঠানিকতা শেষে খালেদা জিয়ার মুক্তি: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০২০, ১২:৪৯
আনুষ্ঠানিকতা শেষে খালেদা জিয়া মুক্তি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আনুষ্ঠানিকতা শেষ হলে যেকোনো মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন।

এসময় তিনি আরও বলেন, আশা করি বিএনপি করোনাভাইরাস মোকাবিলায় সর্বাত্মক সহযোগিতা করবে।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতেই খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে আগে আবেদন করতে পারতেন বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উদারনৈতিক ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডোনাল্ড লু’র বক্তব্যের পর ফখরুলের বক্তব্যের কোনো মূল্য নেই: কাদের
‘ডোনাল্ড লুর সফর ঘিরে কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন’
কাদের মির্জাকে হত্যার হুমকি, থানায় জিডি
মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় কোনো ফি নেন না ডা. এজাজ
X
Fresh