logo
  • ঢাকা শনিবার, ০৬ জুন ২০২০, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২৮২৮ জন, মৃত্যু ৩০ জন, সুস্থ ৬৪৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

পাপিয়াকাণ্ডে ৩৩ এমপি ও ১১ মন্ত্রীর নাম পাওয়া গেছে: খোকন

নরসিংদী প্রতিনিধি
|  ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৭ | আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫১
পাপিয়াকাণ্ড খোকন
নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ, ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, মাদক ও অস্ত্র ব্যবসায়ীসহ নানা অপকর্মের হোতা যুবনেত্রী পাপিয়া আওয়ামী লীগেরই সৃষ্টি। তাদের দলে এরূপ পাপিয়া আরও রয়েছে। তার মোবাইলের কল লিস্টে ৩৩ জন এমপি ও ১১ মন্ত্রীর নাম পাওয়া গেছে। জনগণের সম্মুখে তাদের নামও প্রকাশ করতে হবে। কাদের ছত্র-ছায়ায় পাপিয়া বেড়ে উঠেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বেলা ১২টার দিকে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে বিএনপির চিনিশপুরুস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে জেলখানার মোড়ে বিক্ষোভ সমাবেশ করে। 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট বাসেদ, যুগ্ম- সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কবির হোসেন, যুবদলের সহ-সভাপতি শাহেনশাহ শানু প্রমুখ।
পি
 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৬০৩৯১১২৮০৪৮১১
বিশ্ব ৬৭০২৬৬২ ৩২৫১৫৪৪ ৩৯৩২১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়