• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে বিএনপি: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জানুয়ারি ২০২০, ১৪:৪৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে বিএনপি। এরমধ্য দিয়েই জনগণের কাছে যেতে চান তারা।

শনিবার (৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত বিএনপির প্রয়াত নেতা কবির মুরাদের স্মরণসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, দেশ ও জাতিকে বাঁচাতে এই সরকারের পতন ছাড়া কোনও বিকল্প নেই। একত্রিত হওয়া ছাড়া আর কোনও উপায় নেই। আমরা জনগণকে সঙ্গে নিয়েই নিয়মতান্ত্রাকিভাবে এ সরকারের আমরা বাদ দেব।

তিনি বলেন, এখন পরিবারতন্ত্র চলছে। নমিনেশন কাকে দিচ্ছে তা দেখলেই বোঝা যায়।

ফখরুল বলেন, সরকার সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। বিএনপি গণতান্ত্রিক দল বলেই আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচন করে জনগণের পাশে থাকতে চায়।

নাইকো দুর্নীতির মূল মামলার রায়ে খালেদা জিয়ার কোনও সংশ্লিষ্টতা প্রমাণ হয়নি জানিয়ে মহাসচিব আরও বলেন, শুধু মাত্র রাজনৈতিক কারণেই অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে সরকার।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
দেশে ফিরছেন বিএনপি মহাসচিব
‘ভিত্তিহীন মামলা দিয়ে বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে’
আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গণতন্ত্রবিরোধী শক্তি : ফখরুল
X
Fresh