logo
  • ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ডিসেম্বর ২০১৯, ১৩:২৭
আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৩:৫১

রোববার বিক্ষোভ করবে বিএনপি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল রোববার ঢাকার সব থানা ও সারাদেশের জেলা এবং মহানগরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার নাটক করছে। এসময় নাটক বাদ দিয়ে খালেদা জিয়ার জীবনরক্ষার জন্য জামিনে মুক্তির আহ্বান করেন তিনি। অন্যথায় জনগণ কখনোই ক্ষমা করবে না বলে জানান তিনি। 

এর আগে বিএনপি মহাসচিবের সভাপতিত্বে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মজিবুর রহমান সরোয়ার, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ।

এসএস

RTVPLUS