• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

দুঃশাসনের জাঁতাকলে সাধারণ মানুষ দিশেহারা : ফখরুল

আরটিভি অনলাইন

  ২০ নভেম্বর ২০১৯, ১৫:০০
দুঃশাসনের জাঁতাকলে সাধারণ মানুষ দিশেহারা : ফখরুল
দুঃশাসনের জাঁতাকলে সাধারণ মানুষ দিশেহারা : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুঃশাসনের জাঁতাকলে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র উপায় গণঅভ্যুত্থান।

আজ বুধবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ীস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হওয়ায় দেশে পেঁয়াজ-লবণ সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ আজ ব্যর্থ রাষ্ট্রে রূপ নিয়েছে।

তিনি বলেন, দুর্নীতিতে দেশ ডুবে গেছে। আইনের শাসনের অভাবে প্রশাসনও সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। দলীয় কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ দেয়া হয়েছে।