logo
  • ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২০, ২৮ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৩ জন, আক্রান্ত ২৯৯৬ জন, সুস্থ হয়েছেন ১৫৩৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সৌরভ আশাবাদী বাংলাদেশ ক্রিকেট টিম আসবে

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২১ অক্টোবর ২০১৯, ২২:২২ | আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২২:৩৭
দেশের ক্রিকেট ঠিকমতো চলছে না- এমন অভিযোগ তুলে ১১ দাবি তুলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শুরু করেছেন ধর্মঘট। অথচ ৩ নভেম্বর থেকে ভারতের বিপক্ষে শুরু তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এরপরই দুই ম্যাচ টেস্ট সিরিজ। এই সফর নিয়েই এখন শঙ্কা!

সাকিব-তামিম ইকবালদের বিদ্রোহ কিছুটা হলেও ভাবিয়ে তুলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই)। যদিও বোর্ডের মনোনীত প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এনিয়ে তেমন চিন্তিত নন। 

সোমবার গণমাধ্যমে সাকিবদের বিদ্রোহের খবরটা শুনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ফোনে কথা বলেছেন সৌরভ। খবর টাইমস অব ইন্ডিয়া'র।

তিনি নিশ্চিত করেন, সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। 

সৌরভ বলেন, দেখুন এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। আর তারা সহসাই এটা মিটিয়ে ফেলবে। তারা সফরেও আসবে।

যদিও সাকিব আল হাসানরা সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে জানান, ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকবেন।

সৌরভের বিশ্বাস বিসিবির সঙ্গে সাকিবদের একটা সমাধান হয়ে যাবে। বিসিসিআইয়ের নতুন এই সভাপতি জানাচ্ছিলেন,‘আমি প্রয়োজনে বিসিবির সঙ্গে কথা বলতে পারি। যেমনটা বললাম এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এটা আমার নিয়ন্ত্রণের মধ্যে নেই।

আরও পড়ুন 

এসজে

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৬৩৫০৩ ১৫১৯৭২ ৩৪৭১
বিশ্ব ২০২৭৩৫৬৯ ১৩২০১০৫৯ ৭৩৯৪৯০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়