• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শিগগির খালেদা জিয়ার জামিন আবেদন করা হবে: অ্যাডভোকেট জয়নুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ অক্টোবর ২০১৯, ১৫:০৬
শিগগির খালেদা জিয়ার জামিন আবেদন করা হবে অ্যাডভোকেট জয়নুল
জয়নুল আবেদীন

জামিন পাওয়া খালেদা জিয়ার অধিকার, তিনি জামিনের হকদার। আদালতের জামিনের মাধ্যমেই তার মুক্তি হতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চান তার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। এর মাঝে তিনি দু’টি মামলায় (জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট) জামিন পেলেই তার কারামুক্তি মিলবে। যে দুই মামলায় তিনি কারাবন্দী আছেন, সেসব মামলায়ও তিনি নির্দোষ। সরকার রাজনৈতিক উদ্দেশে খালেদা জিয়াকে জনগণ থেকে বিছিন্ন রাখতেই কারাবন্দী করে রেখেছে।

তিনি বলেন, যখনই আমরা খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে আদালতে গিয়েছি, তখনই রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। আমরা রাষ্ট্রের প্রধান আইন কর্মকতার কাছে আহ্বান জানাব, এরপর খালেদা জিয়ার জামিন আবেদন করা হলে যেনো তিনি যেনো আপত্তি না জানান। আমরা শিগগিরই খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে আবার আদালতের দ্বারস্থ হব।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
কায়সার কামালকে ‘কুলাঙ্গার’ বললেন ব্যারিস্টার খোকন
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
X
Fresh