logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯, ৮ কার্তিক ১৪২৬

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির শেষ নেই: ফখরুল (ভিডিও)

ঠাকুরগাঁও প্রতিনিধি
|  ১১ আগস্ট ২০১৯, ১৫:৫৪ | আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৬:৪৬
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, পরিকল্পনার অভাবে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির শেষ নেই। ঈদের আগ মুহূর্তে সড়কে চাঁদাবাজি বেড়ে যাওয়ায় গাড়ি চলাচলে ধীরগতি হচ্ছে।

রোববার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সরকারের উদাসীনতা ও জবাবদিহিতার অভাবে দেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে।

খালেদার মুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে ফখরুল বলেন, সরকার মানবিক কারণে হলেও খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত। ক্ষমতায় টিকে থাকার জন্য এ সরকার সমস্ত অনৈতিক ও অমানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এসময়  জেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন : ডেঙ্গু নিয়ে রাজনীতি করার কিছু নেই: হানিফ
 

পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়