• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

রাজধানীত ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক: ডিএনসিসি মেয়র (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জুলাই ২০১৯, ২০:৫৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক। তবে এখনো নিয়ন্ত্রণে আছে। এরপরও যদি কারও জ্বর হয় সেটি ডেঙ্গু কিনা তা দ্রুত শনাক্তের জন্য আমরা ৩৫টি হাসপাতালে বিনামূল্যে ‘ডেঙ্গু কিট’ দিচ্ছি।

আজ রোববার সকালে রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজিত ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

র‌্যালি শেষে উপস্থিত সাংবাদিকদের মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা যাই করি না কেন কিছুই কাজে আসবে না যদি আমরা সচেতন না হই। সেজন্য সচেতনতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এ ধরনের কার্যক্রম পরিচালনা করছি।

ডেঙ্গু থেকে বাঁচার জন্য সচেতনতার কোনো বিকল্প নেই জানিয়ে, ডেঙ্গুরোধে শতভাগ শক্তি দিয়েই সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে বলে দাবি করেন উত্তরের মেয়র।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ অনেকের অবস্থা ‘আশঙ্কাজনক’
তালাক দেওয়ায় নারী চিকিৎসকের গায়ে পেট্রোল ঢেলে আগুন
ডেঙ্গু ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ
ডেঙ্গু নিয়ে আরও ১১ জন হাসপাতালে
X
Fresh