• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের দিনগুলো স্মরণ করলে শিউরে উঠি: রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জুলাই ২০১৯, ১৫:১৮

'স্বৈরাচার হুসেইন মুহম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের সময়ে আমাদের ওপরই সবচেয়ে বেশি নিপীড়ন-নির্যাতনের মাত্রাটা বহন করতে হয়েছিল। সে সময়ের দিনগুলো স্মরণ করলে এখন শিউরে হয়ে উঠতে হয়।' বললেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বিভাগীয় সমাবেশগুলো অনুষ্ঠিত হচ্ছে। ১৮ তারিখ বরিশাল, ২০ তারিখ চট্টগ্রাম- এসব নিয়ে আমরা ব্যস্ত। এরশাদ সাহেবের মৃত্যুর প্রতিক্রিয়া কয়েকদিন পরে জানাবো।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়ে রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি এবং কিছুদিন ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন।

রিজভী বলেন, নেত্রীর মুক্তি দিয়ে আমরা খুব ব্যস্ত। অন্য কিছু নিয়ে ভাবনার সময় এখন নেই।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের পক্ষে কথার বলার কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাগারে। সরকারের কুকীর্তি-অপকীর্তি এবং অনাচারের প্রতিবাদ করার জন্যই তিনি কারাগারে।

রিজভী আরো বলেন, দেশের সকল জনগোষ্ঠী তার মুক্তি চায়।

এসজে

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এরশাদের ছেলে বললেন, খুব কষ্ট হচ্ছে, মানবেতর জীবনযাপন করছি
X
Fresh