logo
  • ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২০, ২৮ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৩ জন, আক্রান্ত ২৯৯৬ জন, সুস্থ হয়েছেন ১৫৩৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ফের কেউ নদী দখলের চেষ্টা করলে পরিণতি হবে ভয়াবহ: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৬ জুলাই ২০১৯, ২১:৩১ | আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:০২
দখলমুক্ত নদী কেউ দখলের চেষ্টা করলে তার পরিণতি হবে ভয়াবহ। এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুড়িগঙ্গাকে টেমস নদীর আদলে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

কামরাঙ্গীরচরে নদীর তীরে সীমানা পিলার স্থাপন ও ওয়াকওয়ে নির্মাণ প্রকল্পের উদ্বোধনকালে আজ শনিবার তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইতালির ভ্যানিস কিংবা লন্ডনের টেমস নদীর সৌন্দর্য্য বাড়ানোর পাশাপাশি নদী দুটি ব্যবহার করে আয়ের পথ তৈরি করেছে দেশ দুটি। সেই পথ ধরে বুড়িগঙ্গাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ।

দীর্ঘদিন দখল-দূষণে রাজধানীর তীর ঘেঁষে বয়ে চলা বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা আর তুরাগের প্রাণ যায় যায় অবস্থা। মৃতপ্রায় এই নদীগুলো রক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার। বেশ কয়েকমাস ধরে চলছে উচ্ছেদ।

কামরাঙ্গীরচরে বিআইডব্লিউটিএ’র উদ্যোগে নদীর তীরে বেশ কিছু অবকাঠামো নির্মাণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, দখলমুক্ত নদী কেউ অবৈধ দখলের চিন্তা করলে ভুল করবেন।

নদী দখল করে ধর্মীয় উপাসনালয় কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ না করার আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদীকে বিলীন নয় বরং নদীকে জীবিকার উৎস হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

২০২২ সালের জুন মাস নাগাদ ৮৪৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে নদীর তীরে ৫২ কিলোমিটার ওয়াকওয়ে, ১০ হাজার আটশ ২০টি সীমানা পিলার, তিনটি ইকোপার্ক, ১৯টি আরসিসি জেটি, একশটি আরসিসি সিঁড়ি, চারশ নয়টি বসার বেঞ্চ, ৪৪ কিলোমিটার নদীর তীর রক্ষাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করার ঘোষণা দেন মন্ত্রী। 

পি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৬৩৫০৩ ১৫১৯৭২ ৩৪৭১
বিশ্ব ২০২৭৩৫৬৯ ১৩২০১০৫৯ ৭৩৯৪৯০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়