• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

যৌক্তিক কারণে গ্যাসের দাম বাড়ানো হয়েছে: সেতুমন্ত্রী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুলাই ২০১৯, ১৫:৪৫

গ্যাসের দাম যৌক্তিক কারণে সমন্বয় করা হয়েছে। এটা পুনর্বিবেচনা করার সুযোগ নেই। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গ্যাসের দাম বৃদ্ধির পেছনে যৌক্তিক কিছু বিষয় কারণ ছিল। আমি এবিষয়ে কথা বলেছি। যার কারণে গ্যাসের দামের সমন্বয় করা হয়েছে। সমন্বয়ের জন্য এর যৌক্তিকতা অনস্বীকার্য।

তিনি আরও বলেন, প্রতি বছর সরকারেকে গ্যাসে প্রচুর ভর্তুকি দিতে হয়। এখন গ্যাসের দাম সমন্বয় করা হলো। এরপরও অনেক টাকা সরকারকে ভর্তুকি দিয়ে যেতে হবে।

তিনি বলেন, এটা মেনে নেয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। ১৪ দলের যারা গ্যাসের দাম বৃদ্ধির বিরোধিতা করছেন আমি তাদের বৃদ্ধির পেছনে যৌক্তিক বিষয়গুলো অনুধাবন করার জন্য অনুরোধ করছি।

ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মামলার রায় বিএনপির বিরুদ্ধে গেলে তা বানোয়াট বলা, সরকারের হস্তক্ষেপের অভিযোগ আনা বিএনপির গতানুগতিক পর্যবেক্ষণ। এছাড়া সরকারের উপর দোষ চাপানো এই দলটির পুরোনো অভ্যাস।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে নির্দেশনায় যা রয়েছে
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, জানতে চান কাদের
যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
শনিবার ১৫ ঘণ্টা গ্যাস কম থাকবে যেসব এলাকায়
X
Fresh