• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আগামীকালও বিক্ষোভ করবেন ছাত্রদলের ‘বয়স্ক’ নেতারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জুন ২০১৯, ১৮:১৭

নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষুব্ধ ‘বয়স্ক’ নেতাকর্মীরা নিজেদের অবস্থান কর্মসূচি আজকের মতো স্থগিত করে আগামীকাল যথাসময়ে আবারো বিক্ষোভ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বেলা সাড়ে ১২টায় কর্মসূচি স্থগিত করেন ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতারা। যারা আন্দোলন করছেন, তাদের বেশিরভাগই এসএসসি ২০০০ সালের আগের ব্যাচের শিক্ষার্থী।

এ সময় তারা খালেদা জিয়া জেলে কেন, সিন্ডিকেট জবাব দে, সিন্ডিকেট ছিলো কোথায়, ম্যাডাম যখন জেলে গেলো, মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’ স্লোগান দিতে দেখা যায়।

ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদ বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, আমরা আপনার নেতৃত্বের প্রতি শতভাগ আস্থাশীল, আমাদের ত্যাগ স্বীকারকে মূল্যায়ন করে, আলোচনার মাধ্যমে সমাধান দিন। যতদিন পর্যন্ত এর সমাধান না আসবে আমাদের ধারাবাহিক কর্মসূচি চলবে।

এর আগে বয়সসীমা তুলে দিয়ে ধারাবাহিক কমিটির দাবি পূরণের আশ্বাসে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতারা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করলেও আবার আন্দোলনে নামেন তারা।

মুলত বিএনপির আশ্বাসের কোনো অগ্রগতি না হওয়ায় নতুন সিদ্ধান্ত নিয়েছেন ছাত্রদলের বিলুপ্ত কমিটির একাংশের বিক্ষুব্ধরা। সিদ্ধান্ত অনুযায়ী দাবি পূরণে দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনাও চালিয়ে যাবে তারা।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলকর্মী নিহতের ঘটনায় ৭ আসামি আটক
রাজধানীতে ছাত্রদলের মিছিল
জাবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৭
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব সম্পাদক নাছির
X
Fresh