• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রদলকর্মী নিহতের ঘটনায় ৭ আসামি আটক

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১৭ মার্চ ২০২৪, ১৬:৩৬
আসামি
ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার লেগুনা স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে ছাত্রদলকর্মী জামিল হাসান অর্ণব নিহতের ঘটনায় মূলহোতা রাব্বিসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ মার্চ) জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, শুক্রবার জুমার নামাজের পর কুমিল্লা নগরীর শাসনগাছা মাইক্রোবাস স্ট্যান্ডে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ভিক্টোরিয়া কলেজছাত্র ও ছাত্রদলকর্মী জামিল হাসান অর্ণব নিহত হয়। এ ঘটনায় তার মা ঝরনা বেগম ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই কুমিল্লার ভারত সীমান্তবর্তী পাঁচথুবী এবং নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘর্ষের সময়ে মূল অস্ত্রধারী ফজলে রাব্বি, মো. সুমন, রাশেদ, কাউছার, খলিলুর রহমান, রিয়াজ ও সোলেমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, সংঘর্ষের ঘটনায় তিন শ্যুটারের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করলেও একজন পলাতক রয়েছেন। তাকে ধরতেও অভিযান চলছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় সালাতুল ইসতিসকার নামাজ আদায়
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত
X
Fresh