• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কে ভোট দিলো না দিলো, তা না দেখে সবার প্রতিনিধি হিসেবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মার্চ ২০১৯, ১৮:৩৬

নির্বাচনে কে আপনাকে ভোট দিলো বা না দিলো, তা না দেখে সবার প্রতিনিধি হিসেবে কাজ করতে হবে। কারণ ভোটে জয় পেয়ে সবার প্রতিনিধি নির্বাচিত হয়েছে সবাই। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে গণভবনে ডাকসু নেতাদের নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান।

শেখ হাসিনা বলেন, বিএনপি আমলে তারা বলতো, আওয়ামী লীগ ঠেকাতে ছাত্রদলই যথেষ্ট। তারা ছাত্রদলকে অস্ত্র দিয়েছিল। আমি ছাত্রলীগকে খাতা-কলম দিয়েছিলাম। কলমই হলো ছাত্রদের সবচেয়ে বড় অস্ত্র।

তিনি বলেন, দীর্ঘ ২৮ বছর ইলেকশন বন্ধ ছিল। বিএনপির কারণে এই ইলেকশন করা যায়নি। কোটা সংস্কার আন্দোলন জনপ্রিয়তা পেয়েছে। তবে সেই আন্দোলনের নামে ভিসির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়।

গেলো ১১ মার্চ অনুষ্ঠিত হয় ডাকসুর ভোট। তবে ভোটের দিন থেকেই ফল প্রত্যাখ্যান করে আসছে ছাত্রলীগ ছাড়া সব ছাত্র সংগঠন। পাঁচ প্যানেলের ব্যানারে পুনরায় নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারা।

আরও পড়ুন :

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh