• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

উপজেলা নির্বাচন: জয়পুরহাটে আইনশৃঙ্খলা বাহিনীর ৪৮৯১ সদস্য মাঠে

জয়পুরহাট প্রতিনিধি

  ০৯ মার্চ ২০১৯, ১২:১৪

উপজেলা নির্বাচনকে সুষ্ঠু করতে জয়পুরহাটের ৫টি উপজেলায় মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার উপজেলা নির্বাচনের প্রথম ধাপে জয়পুরহাটের ৫টি উপজেলা জয়পুরহাট সদর, পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন সুষ্ঠু করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ৪ হাজার ৮৯১ জন মাঠে কাজ করছে।
এর মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড এর সদস্য ১১ প্লাটুন ২৭৯ জন, পুলিশ বাহিনীর সদস্য ১ হাজার ৮৮ জন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের ৮০ জন, আনসার-ভিডিপি ও ব্যাটালিয়ন সদস্য ৩ হাজার ৪৪৪ জন।

জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান, ইতোমধ্যে নির্বাচনের জন্য সংশ্লিষ্ট উপজেলায় সকল প্রকার নির্বাচনী সামগ্রী পৌঁছানো হয়েছে এবং কেন্দ্রগুলো নির্বাচনের জন্য প্রস্তুত সম্পন্ন হয়েছে।

এদিকে জয়পুরহাটের ৫টি উপজেলার মধ্যে ২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাকি ৩টিতে সরগরম এখন নির্বাচনী প্রচার-প্রচারণায়। আবার ৫টি উপজেলাতেই সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী জয়ের লক্ষে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। এসব প্রার্থীরা স্বতন্ত্র পদে প্রার্থিতা করলেও অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা যায়।

৫টি উপজেলায় ভোটারের সংখ্যা- জয়পুরহাট সদর উপজেলায় ২ লাখ ১৯ হাজার ৫৫০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ৪৬ জন, নারী ১ লাখ ৯ হাজার ৬০৪ জন।

পাঁচবিবি উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬৯৫ জন। এর মধ্যে ৮৯ হাজার ২১৪ জন পুরুষ ও ৯০ হাজার ৪৮১ জন নারী ভোটার।

কালাই উপজেলায় মোট ভোটার ১ লাখ ১১ হাজার ৫২৬ জন। এর মধ্যে ৫৪ হাজার ৫৫১ জন পুরুষ ও ৫৬ হাজার ৯৭৫ জন নারী ভোটার।

ক্ষেতলাল উপজেলায় মোট ভোটার ৮৬ হাজার ৫০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৬৯৮ জন ও নারী ভোটার ৪৩ হাজার ৬৯৮ জন।

আক্কেলপুর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৯২ হাজার ৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ১৪৬ জন ও নারী ভোটার ৫৫ হাজার ১১৮ জন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি
উপজেলা নির্বাচনে অংশ নেবে না সিপিবি
জয়পুরহাটে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
X
Fresh