logo
  • ঢাকা শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬

বিএনপিকে প্রেসক্লাবের সামনে নয়, গলিতে সমাবেশ করার পরামর্শ পুলিশের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
|  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৪ | আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩২
পুলিশি বাধায় খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জের কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি।

bestelectronics
শনিবার সকালে নারায়ণগঞ্জের প্রেসক্লাবের সামনে কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনে পুলিশ তাদের বাধা দেয়।

সকাল ১০টার দিকে নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনে সমবেত হন। কিন্তু সদর থানা পুলিশ তাদের বাধা দিয়ে পাশের গলিতে সমাবেশ করার পরামর্শ দেয়। পরে নেতা-কর্মীরা সমাবেশ না করে স্থান ত্যাগ করেন।

এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।

তিনি বলেন, নারায়ণগঞ্জের সকল রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রেসক্লাব চত্বরে কর্মসূচি পালন করে থাকে। আমরাও এখানে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের পাশের গলিতে সমাবেশ করার পরামর্শ দিয়েছে। এটা আমাদের জন্য অসম্মানজনক। আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারকে খর্ব করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতা অ্যাডভোকেট রফিক আহম্মেদ, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম আজাদ, অ্যাডভোকেট সুমন মোহাম্মদ, ফারুক শেখ, শওকত আলী লিটন, ফেরদৌসুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়ার চৌধুরী ইমন, মাকিদ, মোস্তাকিম শিপলু প্রমুখ।

আরো পড়ুন: 

জেবি/পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়