• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বগুড়ায় খালেদার আসনে বিজয়ী ফখরুল

বগুড়া প্রতিনিধি

  ৩০ ডিসেম্বর ২০১৮, ২০:৪৯
ছবি-সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়ার ৭টি আসনে বেসরকারি ফলাফলে মহাজোট ৪টি, জাতীয় ঐক্যফ্রন্ট ২টি এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এরমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া সদর আসন থেকে বিজয়ী হয়েছেন।

রাত সাড়ে ৯টায় দিকে সবকটি আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়। বেসরকারিভাবে বিজয়ীরা হলেন মহাজোটের প্রার্থী বগুড়া-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান। তিনি পরপর তিনবার একই আসন থেকে বিজয় লাভ করলেন। একইভাবে বগুড়া-৫ আসন থেকে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আলহাজ হাবিবুর রহমান।

এছাড়াও বগুড়া-২ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ ও বগুড়া-৩ আসন থেকে একইদলের নুরুল ইসলাম দ্বিতীয় দফায় নির্বাচিত হয়েছেন। লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন জাতীয় পার্টির এই দুই প্রার্থী।

এদিকে মহাজোট প্রার্থী দশম জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমরকে দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।