• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

চান্দিনায় আ.লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

কুমিল্লা প্রতিনিধি

  ২৩ ডিসেম্বর ২০১৮, ০৮:৫০

কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের নির্বাচনী অফিস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার করেছে।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অফিসে নির্বাচন উপলক্ষে পূর্ব নির্ধারিত একটি দলীয় সভা চলছিল। ওই সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের ছেলে এফবিসিসিআই সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটুসহ উপজেলার শীর্ষ নেতাদের আসার কথা ছিল। রাত সাড়ে ৮টার দিকে ৩টি মাইক্রোবাসযোগে কয়েকজন এসে ধানের শীষের স্লোগান দিয়ে কয়েকটি ককটেল ছুঁড়ে মারে। পরে তাদের ধাওয়া করলে একটি ব্যাগ ভর্তি ককটেল ছুড়ে মেরে পালিয়ে যায়।

এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মোহাম্মদ আবুল ফয়সল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিস্ফোরিত দুটি ককটেলের আলামত এবং অবিস্ফোরিত ৯টি ককটেল উদ্ধার করি।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা খুন
নড়াইলে আওয়ামী লীগ নেতাকে গুলি
মেডিকেলে বসেই ভর্তি পরীক্ষা দিলেন মাজেদুল ইসলাম 
আ.লীগকে ১৮ শর্তে সমাবেশের অনুমতি
X
Fresh