• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বগুড়ায় ৭ আসনে এমপি হতে চান ৮৭ জন

বগুড়া প্রতিনিধি

  ২৯ নভেম্বর ২০১৮, ১০:৩৪

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে ৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের সমর্থকদের সঙ্গে নিয়ে আনন্দ-উৎসাহের মধ্যে দিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। বগুড়ার সাতটি আসনে মনোনয়পত্র জমা দেয়া প্রার্থীদের মধ্যে হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন।

তারা হলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না, আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল মান্নান, আলহাজ হাবিবর রহমান ও জাতীয় পার্টির সংসদ সদস্য নূরুল ইসলাম ওমর।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া-১ আসনে ১১ জন, বগুড়া-২ আসনে সাতজন, বগুড়া-৩ আসনে ১২ জন, বগুড়া-৪ আসনে ১৫, বগুড়া-৫ আসনে ১৭, বগুড়া-৬ আসনে ১১ জন এবং বগুড়া-৭ আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দী) আসনে আব্দুল মান্নান (আওয়ামী লীগ), কাজী রফিকুল ইসলাম (বিএনপি), মো. শোকরানা (বিএনপি), অ্যাডভোকেট. হাসান আকবর আফজল (জাসদ) ও টিপু সুলতান (স্বতন্ত্র) ও এটিএম মোস্তফা কামাল পাশা (ইসলামী আন্দোলন) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মাহমুদুর রহমান মান্না (জাতীয় ঐক্য ফন্ট), শরিফুল ইসলাম জিন্নাহ (জাতীয় পার্টি), মোস্তাফিজার রহমান মোস্তা, (আওয়ামী লীগ) আবুল কাশেম ফকির (আওয়ামী লীগ), মুফতি জালাল উদ্দিন জুয়েল (ইসলামী আন্দোলন), মাওলানা শাহাদাতুজ্জামান (স্বতন্ত্র) ও শফিকুল ইসলাম (মুসলিম লীগ) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আবদুল মোমেন তালুকদার (বিএনপি), মাছুমা মোমেন (বিএনপি), আব্দুল মুহিত তালুকদার (বিএনপি), লিয়াকত আলী (বিল্পবী ওয়ার্কাস পার্টি), অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার (জাপা), শাহজাহান আলী (ইসলামী আন্দোলন), আব্দুল কাদের জিলানী (বিএনএফ), নজরুল ইসলাম (স্বতন্ত্র), তাজউদ্দিন মণ্ডল (স্বতন্ত্র), আফজাল হোসেন (স্বতন্ত্র), অধ্যক্ষ আলহাজ আব্দুল মজিদ (স্বতন্ত্র) ও নজরুল ইসলাম (জাসদ) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে একেএম রেজাউল করিম তানসেন (জাসদ), কামাল উদ্দিন কবিরাজ (আওয়ামী লীগ), অধ্যাপক আহছানুল হক (আওয়ামী লীগ), ডা. জিয়াউল হক মোল্লা (বিএনপি), সাইফুল ইসলাম (বিএনপি), আলহাজ মোশারফ হোসেন (বিএনপি), আনিছুর রহমান (বিএনপি), মাওলানা তায়েব আলী (স্বতন্ত্র), হিরো আলম (স্বতন্ত্র), হাজী নুরুল আমিন বাচ্চু (জাতীয় পার্টি), এম.এ. কাশেম (তরিকত ফেডারেশন), আয়ুব আলী (এনপিপি), আলহাজ মো. ইদ্রিস আলী, (ইসলামী আন্দোলন) ও ইউনুস আলী (স্বতন্ত্র) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আলহাজ হাবিবর রহমান (আওয়ামী লীগ), আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ (বিএনপি), আলহাজ জানে আলম খোকা (বিএনপি), রঞ্জন কুমার দে (বাসদ), সন্তোষ কুমার পাল (সিপিবি), মাওলানা দবিবুর রহমান (স্বতন্ত্র), নজরুল ইসলাম (ইসলামী ঐক্যজোট), মীর মাহমুদুর রহমান চুন্নু, (ইসলামী আন্দোলন) রাসেল মাহমুদ (জাসদ-ইনু), মাহাবুব আলী (বিকল্পধারা), তাজ মোহাম্মদ শেখ (জাতীয় পার্টি), আব্দুর রউফ মণ্ডল জন (স্বতন্ত্র), তাহরিা জামান হিমিকা (স্বতন্ত্র) ও আব্দুর নুর (এপিপি) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৬ (সদর) আসনে বেগম খালেদা জিয়া (বিএনপি), মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি), অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান (বিএনপি), রেজাউল করিম বাদশা (বিএনপি), নুরুল ইসলাম ওমর (জাতীয় পার্টি), ইমদাদুল হক (জাসদ), আমিনুল ফরিদ (সিপিবি), আনম মামুনুর রশীদ (ইসলামী আন্দোলন), ফয়াসল বিন শফিক (জাকের পার্টি) ও জীবন রহমান জুয়েল (বিএনএফ) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বেগম খালেদা জিয়া, ডা. মোস্তফা আলম নান্নু (আওয়ামী লীগ), মোরশেদ মিল্টন (বিএনপি), সরকার বাদল (বিএনপি), আমিনুল ইসলাম সরকার পিন্টু (জাতীয় পার্টি) ফজলুল হক (এনপিপি), রিয়াজুল মোর্শেদ (জাসদ), শফিকুল ইসলাম শফিক (ইসলামী আন্দোলন), ফেরদৌস আরা খান (স্বতন্ত্র), ডা. মন্তেজার রহমান (ন্যাপ), রেজাউল করিম বাবলু (স্বতন্ত্র), আবদুর রাজ্জাক (জাসদ) ও শহীদুল ইসলাম (বাসদ) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন :

জিএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
X
Fresh