• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মানিকগঞ্জে মনোনয়নপত্র জমা দিলো ২৫ প্রার্থী

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ২৯ নভেম্বর ২০১৮, ০৯:০৯

মানিকগঞ্জে তিনটি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মোট ২৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম ফেরদৌসের হাতে এসে মনোনয়ন পত্র জমা দেন। এসময় সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি এ.এম নাঈমুর রহমান দুর্জয় মনোনয়ন পত্র জমা দেন। একই আসনে স্বতন্ত্র (বিদ্রোহী প্রার্থী) হিসেবে সাবেক এমপি ইঞ্জিনিয়ার এবিএম আনোয়ারুল হক, বিএনপি মনোনীত তিন প্রার্থী আব্দুল হামিদ ডাবলু, এসএ কবির জিন্নাহ ও তোজাম্মেল হক তোজা এবং জাসদের আফজাল হোসেন খান জকিসহ ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি মমতাজ বেগম, জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি এস.এম আব্দুল মান্নান, সাবেক মন্ত্রী বিকল্পধারার যুক্তফ্রন্টের প্রার্থী গোলাম সারোয়ার মিলন, বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও আবিদুর রহমান রোমানসহ ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।