• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

যে দলের প্রার্থী যোগ্য তাদের ছাড় দিবো: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ নভেম্বর ২০১৮, ১৩:৫৯

যে দলের প্রার্থী যোগ্য সেই দলের প্রার্থীর জন্য ছাড় দেয়া হবে। জানালেন বিএনপির মহাসচিব এবং জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকালে ড. কামাল হোসেনের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, প্রার্থী যোগ্য যেই দলের হোক তাকে আমরা ছাড় দিবো। আমাদের প্রার্থী যোগ্য হলে ওদের বলব ছাড় দিতে।

তিনি বলেন, ইভিএম বাতিল না করায় নির্বাচন বর্জন নয়, যে কোনও মূল্যে নির্বাচনে যাব। নির্বাচনী মাঠ ছাড়ব না।

বৈঠকের পর সাংবাদিকদের ড. কামাল হোসেন বলেন, এখন পর্যন্ত দলীয়ভাবেই মনোনয়ন দেয়া হচ্ছে। শিগগির সব দলের সঙ্গে আলোচনা করে ঐক্যফ্রন্টের প্রার্থী চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দেয়া হচ্ছে, পরবর্তী সময় আলোচনা সাপেক্ষে জাতীয় ঐকফ্রন্টের প্রার্থী চূড়ান্ত করা হবে। সময় স্বল্পতার জন্য এখনও আলোচনা সম্ভব হয়নি। তাই আলাদা আলাদা মনোনয়ন দেয়া হচ্ছে। পরে বসে এগুলোকে সমন্বয় করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের আগেই সব ঠিক হয়ে যাবে।

এদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগের দিনের মতো আজও গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় মনোনয়নপ্রাপ্তদের দ্বিতীয়দিনের মতো চিঠি দেয়া শুরু করেছে দলটি।

গতকাল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য চিঠি হস্তান্তরের মধ্য দিয়ে এ আনুষ্ঠানিকতা শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে প্রভাব বিস্তার বড় সমস্যা হবে না: সিইসি
গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন অভিনেত্রী
ভারতে লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু
৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
X
Fresh