• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

মহাজোটের সমঝোতা হয়ে গেছে, শুধু গ্রিন সিগন্যালের অপেক্ষা: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ নভেম্বর ২০১৮, ১২:৩৯

মহাজোটের আসন বণ্টন নিয়ে সমঝোতা হয়ে গেছে। জোটের সমঝোতা হয়েছে, এখন শুধু প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন সবাই।

বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পুলিশ হেড কোয়ার্টারে বসে কেউ নির্বাচনের ছক সাজাচ্ছে না। বিএনপি এমন অভিযোগ করলে তথ্য প্রমাণসহ তুলে ধরতে হবে।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের পরিবেশ যেমন আছে তেমনটি থাকলে সুষ্ঠু নির্বাচন হবে। তফসিলের পর বিএনপির কোনো নেতাকর্মী অপরাধ করে ছাড় পাবে এটা যেন তারা মনে না করেন।

নির্বাচন কমিশন কার পক্ষে কাজ করছে সেটা ৩০ ডিসেম্বরের পরে বোঝা যাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির অনেক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দেখুন না কী হয়, অপেক্ষা করুণ। যদি নেত্রীর ক্লিয়ারেন্স পায়, একটু ইঙ্গিত দিলে, সবুজ সংকেত দিলে সারাদেশে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীরা যে স্রোতধারা নিয়ে আওয়ামী লীগ অভিমুখে যাত্রা করবে, সে যাত্রা ফখরুল ইসলাম (মির্জা ফখরুল) বন্ধ করতে পারবেন না।

আরও পড়ুন :

এসজে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের ম্যান্ডেট নিয়েই আ.লীগ রাষ্ট্র পরিচালনা করছে: কাদের
বিএনপি ক্ষমতায় গেলে রক্তে ভাসিয়ে দেবে : ওবায়দুল কাদের
‘জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা পরিষ্কার করতে হবে’
বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য : ওবায়দুল কাদের
X
Fresh