• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কাল তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ নভেম্বর ২০১৮, ১৬:৩১

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যদি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তবে কমিশন অভিমুখে পদযাত্রা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এমন ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার গণভাবনে সকাল থেকে দুপুর পর্যন্ত দ্বিতীয় দফা সংলাপ শেষে বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সংলাপ শেষে ওবায়দুল কাদেরের বক্তব্য প্রমাণ করে জনগণের সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। আগামী শুক্রবার ঐক্যফ্রন্ট রাজশাহীতে জনসভা করবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, সাত দফা দাবি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব রেখেছি। বল এখন সরকারের কোর্টে। দাবি না মানলে যে কোনো পরিস্থিতির দায় সরকারের।

এর আগে সকাল ১১ টায় গণভবনে শুরু হওয়া সংলাপে ১৪-দলীয় জোটের প্রতিনিধিদলে যে ১১ জন ছিলেন, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আনিসুল হক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, স ম রেজাউল করিম, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।

তাদের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

জাতীয় ঐক্যফ্রন্টের ১১ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন ড. কামাল হোসেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ, জাসদের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও এস এম আকরাম এবং সুলতান মোহাম্মদ মনসুর।

এসজে / এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
দেশে ফিরছেন বিএনপি মহাসচিব
‘ভিত্তিহীন মামলা দিয়ে বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে’
আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গণতন্ত্রবিরোধী শক্তি : ফখরুল
X
Fresh