logo
  • ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০১৯, ২ অগ্রহায়ণ ১৪২৬

বি. চৌধুরীকে ঐক্যফ্রন্টে যোগ দিতে কাদের সিদ্দিকীর আহ্বান

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৫ নভেম্বর ২০১৮, ১৬:৫৪ | আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৭:১৬
বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে জাতীয় ঐক্যফ্রন্টে আসার জন্য আহ্বান জানিয়েছেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।

সোমবার মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

ঐক্যফ্রন্টে যোগদানের পর বঙ্গবীর কাদের সিদ্দিকী বিকল্পধারার প্রেসিডেন্ট বি চৌধুরীকে উদ্দেশ করে বলেন, আমি এসেছি, আপনিও আসুন। আশা করি আগামী ডিসেম্বরে আপনিও আমাদের সঙ্গে আসবেন।

এর আগে আজ সোমবার দুপুরে এক বর্ধিতসভা শেষে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার ঘোষণা দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। মতিঝিলে নিজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এ সময় সেখানে আ স ম আব্দুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও মো. শাহজাহান, গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু ও কৃষক শ্রমিক জনতা লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে কাদের সিদ্দিকীর যোগদান করায় ঐক্যফ্রন্টের শক্তি আরও বেড়ে গেল বলে মন্তব্য করেছেন জেএসডির সভাপতি ও ফ্রন্ট নেতা আ স ম রব। তিনি বলেন, কাদের সিদ্দিকীর যোগদানে লড়াইয়ের শক্তি বেড়ে গেল। আমাদের এ লড়াই গণতন্ত্রের লড়াই, ভোটাধিকারের লড়াই।

আরও পড়ুন  :

এসজে/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়