• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনী প্রচারণায় শনিবার জামালপুরে যাচ্ছেন এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ নভেম্বর ২০১৮, ১৮:৪৫

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার জন্য শনিবার জামালপুরে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার বিকেলে ইসলামপুর উপজেলার গুঠাইল উচ্চ বিদ্যালয়-কলেজ মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার দুপুরে ইসলামপুরের পৌর এলাকার থানা মোড়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ সাত্তার বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের এ সফর। জনসভার সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলের চেয়ারম্যানের সফরকে ঘিরে জাতীয় পার্টির নেতাকর্মী ও ইসলামপুরের মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আগমন উপলক্ষে ইসলামপুরে সাজ সাজ রবের পাশাপাশি কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি ওই জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখার কথা বয়েছে- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক মন্ত্রী এম এ সাত্তার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আকতার।

ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও এ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মোস্তফা আল মাহমুদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শনিবার ঢাকা থেকে হেলিকপ্টারে বেলা পৌনে তিনটায় ইসলামপুর উপজেলার গুঠাইল উচ্চ বিদ্যালয়-কলেজ মাঠে অবতরণ করবেন। তিনি সেখানে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে ঢাকায় ফিরে যাবেন।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নায়িকাকে দেখতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
নির্বাচনী প্রচারণায় সোহমকে হরলিক্স উপহার দিলেন নারী!
নির্বাচনী প্রচারণায় সোহমকে হরলিক্স উপহার
স্বামীর নির্বাচনী প্রচারণায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা!
X
Fresh