• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সুপ্রিম কোর্টে আদালত বর্জন করে আইনজীবীদের বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ অক্টোবর ২০১৮, ১০:৩৩

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের দণ্ড থেকে হাইকোর্টে ১০ বছরের সাজা দেয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বর্জনের কর্মসূচি পালন করছে বিএনপিপন্থী আইনজীবীরা।

আজ ( বুধবার) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বর্জন করে বিক্ষোভ করছেন আইনজীবীরা। আইনজীবী সমিতির ভবন থেকে আদালতে প্রবেশের দুটি গেটে তালা লাগানো রয়েছে।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ (১নং) হলে এক প্রতিবাদ সমাবেশে বর্জনের কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ে পাঁচ বছরের দণ্ড থেকে হাইকোর্টে করা আপিলের রায়ে ১০ বছর দণ্ড করায় আমরা কোনও প্রতিক্রিয়া দেখাইনি। তবে আলোচনা করার পর আমরা বেআইনি এ রায়ের প্রতিবাদে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ বর্জনের ঘোষণা করছি।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ৫ বছর বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রচণ্ড তাপপ্রবাহে আইনজীবীদের প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশনা
যোগগুরু রামদেবকে ভারতীয় সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি
যোগগুরু রামদেবকে ভারতীয় সুপ্রিম কোর্টের তলব
নির্বাচন ঘিরে সুপ্রিম কোর্টে দুই শতাধিক পুলিশ মোতায়েন, অস্বস্তিতে আইনজীবীরা
X
Fresh