এমন কী ঘটল, নির্বাচনের তিন মাস আগে ইভিএমে ভোটের সিদ্ধান্ত: ফখরুল (ভিডিও)
আরটিভি অনলাইন রিপোর্ট
| ৩০ আগস্ট ২০১৮, ১২:৫৬ | আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৬:৪৮

-------------------------------------------------------
আরও পড়ুন : আন্দোলনের নামে সহিংসতা হলে সমুচিত জবাব দেয়া হবে: কাদের
------------------------------------------------------- তিনি বলেন, জাতীয় নির্বাচনে ইসির হঠাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক। ইভিএম ব্যবহারের যে খরচ হবে সেটি নির্বাচন কমিশন ও এর কর্মকর্তাদের ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে। ফখরুল বলেন, আগামী নির্বাচনে ১০০ আসনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে এ যন্ত্রটি কেনার তোড়জোড়ও শুরু হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহারে কারচুপি করার সুযোগ থাকে। হ্যাকিংয়ের মাধ্যমে যেকোনও সময় ফলাফল পাল্টে দেয়া যায়। বিএনপির মহাসচিব বলেন, বিশ্বের প্রায় ৯০ ভাগ দেশে ইভিএম পদ্ধতি চালু নেই। বিশেষজ্ঞদের মতে ইভিএম পদ্ধতিতে ভোট জালিয়াতি সম্ভব। ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভোটের অধিকার হরণ করতেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
আরও পড়ুন :
এমসি/এসএস