• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দক্ষতার অভাবে আমাদের জনশক্তি বিভিন্ন দেশে মানবেতর জীবনযাপন করে

স্টাফ রিপোর্টার, নরসিংদী

  ২৯ আগস্ট ২০১৮, ২৩:৪৬

দক্ষতার অভাবে আমাদের দেশের জনশক্তি বিশ্বের বিভিন্ন দেশে মানবেতর জীবনযাপন করে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আজ বুধবার দুপুরে নরসিংদীর ঘোড়াশাল সারকারখানায় কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কইকা) এর সহযোগিতায় রাষ্ট্রায়ত্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ট্রেনিং ইনস্টিটিউট ফর ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই)’ এর আধুনিকায়ন ও শক্তিশালীকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তিরা আজও দেশেকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে আজ দেশ এগিয়ে যাচ্ছে। দেশে ১৭ কোটি জনসংখ্যার বিপরীতে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন। বর্তমান সরকার দক্ষ জনশক্তি সৃষ্টি ও রপ্তানীর প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এজন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রদান করছে।

বিসিআইসি’র চেয়ারম্যান মো: আমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কাং ইল, কোইকা’র কান্ট্রি ডিরেক্টর জো হায়ুন গু শিল্পমন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আ: হালিম,নরসিংদীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম,পুলিশ সুপার সাইফুল্লা আল মামুন, পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ড,আনোয়ারুল আশরাফ খান দিলিপ্সিহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।