খালেকের স্ত্রীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বাগেরহাট প্রতিনিধি
| ২৭ মে ২০১৮, ১৪:২৮ | আপডেট : ২৭ মে ২০১৮, ১৪:৪৪

আরও পড়ুন : ক্ষমতায় টিকে থাকতে ভারতে গেছেন প্রধানমন্ত্রী: রিজভী
-------------------------------------------------------- রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার জানান, রোববার দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুন নাহারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই দিনের মধ্যে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করলে ৪ মে হাবিবুন নাহারকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হবে। হাবিবুন নাহার বলেন, পুরাতন অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের সঙ্গে থেকে রামপাল-মোংলার উন্নয়ন করে যাব। এই অল্প সময়ে তিনি সকলের সহযোগিতা আশা করেন। এই আসনে তালুকদার আব্দুল খালেক সংসদ সদস্য ছিলেন। খুলনা সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি স্পিকারের কাছে তার সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন। এরপর স্পিকার নির্বাচন কমিশনকে চিঠি দিলে ১০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয় তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে। আরও পড়ুন : এসএস