• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

ঢাবি উপাচার্যের প্রাণ বাঁচিয়েছে ছাত্রলীগ: সোহাগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ এপ্রিল ২০১৮, ১৭:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের বাসায় হামলার সময় ছাত্রলীগ নেতাকর্মীরা গিয়ে তার প্রাণ বাঁচিয়েছে বলে দাবি করলেন সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সোহাগ।

শুক্রবার ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।

সাইফুর রহমান সোহাগ বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাবি উপাচার্যের বাসায় হামলা হয়েছে। পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। ছাত্রলীগের কর্মীদের তৎপরতার কারণে তিনি প্রাণে বেঁচেছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিএনপির অপচেষ্টা ব্যর্থ হয়েছে: কাদের
--------------------------------------------------------

সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইশরাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলা করতে তাকে বহিষ্কার করা হয়। তবে তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এই বিষয়ে ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান বলেন, এশাকে বহিষ্কার করা হয়। কিন্তু তদন্তে যেসব তথ্য-প্রমাণ পাওয়া গেছে, তাতে তার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি নেই। তাই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

তিনি সাধারণ ছাত্রীদের মারধর করেছেন— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এশার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের মারধরের অভিযোগ ভিত্তিহীন। এটা স্রেফ গুজব।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পতাকা হাতে ছাত্রলীগের পদযাত্রা
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ
ফিলিস্তিনের পক্ষে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের সংহতি
X
Fresh