• ঢাকা মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
logo

ঝিনাইদহের তিনটিতে নৌকা, একটিতে স্বতন্ত্র বিজয়ী

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৪, ১৫:২৬
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। ফলাফলে ঝিনাইদহের ৩টি আসনে নৌকা, ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে ঝিনাইদহ জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

ঝিনাইদহ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. আব্দুল হাই ৯৫ হাজার ৬৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে নজরুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৭২৮ ভোট।

ঝিনাইদহ-২ আসনে প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. নাসের শাহরিয়ার জাহেদী ১ লাখ ৩৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে তাহজীব আলম সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট।

ঝিনাইদহ-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে মো. সালাহ উদ্দিন মিয়াজী ৮৩ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মো. শফিকুল আজম খাঁন চঞ্চল পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট।

ঝিনাইদহ-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম (আনার) ৯৫ হাজার ৯০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মো. আব্দুর রশিদ খোকন পেয়েছেন ৫৭ হাজার ৯৪ ভোট।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন নিয়ে ইসির প্রজ্ঞাপন
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর
মাটি খুঁড়তেই মিলল পুরোনো নৌকা
ঝিনাইদহ সদরে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা 
X
Fresh