• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

‘বাবার সঙ্গে প্রথম ভোট দিলেন অর্ক’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৪, ১১:১১
জুলকার নায়েন অর্ক
ছবি- সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্ট এরিয়ার বাসিন্দা জুলকার নায়েন অর্ক এবারই প্রথম ভোটার হয়েছে। রোববার (৭ জানুয়ারি) ৮টায় ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই বাবা আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে শহরের গ্রিন ভিউ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে আসেন তিনি।

ভোট প্রদান শেষে অর্ক বলেন, বাবার সঙ্গেই এসে প্রথম ভোট দিলাম। ভালো লাগছে, সকাল সকাল এসে ভোট দিলাম।

ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দেওয়া প্রসঙ্গে অর্কর বাবা আতিকুল ইসলাম বলেন, খুবই ভালো অনুভূতি। শীত উপেক্ষা করেই ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিলাম। খুবই ভালো পরিবেশ আছে।

এদিকে ঘন কুয়াশার কারণে দু-একজন করে ভোটারদের শহরের গ্রিন ভিউ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে আসতে দেখা যায়।

এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ড. ইমদাদুল হক জানান, এখানে মোট ভোটার ১ হাজার ৭৬৭ জন, কক্ষ চারটা। সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৯টা পর্যন্ত ১৫ জন ভোটার এখানে ভোট দিয়েছেন। এরমধ্যে ১১ জন পুরুষ ও চারজন নারী ভোটার ভোট দিয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহানন্দায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে লালন ভক্তকুলের সাধুসঙ্গ
সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা করেও বাঁচানো গেল না যুবককে
পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
X
Fresh