• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

নওগাঁ-৫

নৌকার ৫ ক্যাম্পে আগুন ও ভাঙচুরের অভিযোগ 

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৪, ১২:১৭
ছবি : আরটিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে নওগাঁয় নৌকার পাঁচটি নির্বাচনী ক্যাম্পে আগুন ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দিবাগত পৌর এলাকার দুটি, শৈলগাছি ইউনিয়নের দুটি এবং চন্ডিপুর ইউনিয়নের একটি ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে কে বা কারা পৌর এলাকার চকপ্রসাদ হিন্দুপাড়া ও আনন্দ নগর মধ্যপাড়া এলাকার দুটি ক্যাম্পে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। অপরদিকে সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের চকচাপাই ও মাস্টারের মোড় এবং চন্ডিপুর ইউনিয়নের একটি ক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে ঘটনা ঘটায় কাউকে শনাক্ত করা যায়নি বলে জানান তারা।

এ বিষয়ে সদর মডেল থানা অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, রাতে কে বা কারা হঠাৎ সেখানে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়। এতে ওই ক্যাম্পের ব্যানার ও পোস্টার পুড়ে যায় এবং ক্যাম্পটি ভেঙে দেয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি চেয়ার-টেবিল।

ওসি আরও জানান, অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত: খাদ্যমন্ত্রী
প্রতি রাতে মনে হতো এটাই জীবনের শেষ রাত: প্রধান প্রকৌশলী
মান্দায় ভুট্টাখেত থেকে মরদেহ উদ্ধার
নওগাঁয় বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু
X
Fresh