• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে পূর্ণতা পায় স্বাধীনতা : নৌ প্রতিমন্ত্রী 

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২২, ২০:০৮
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে পূর্ণতা পায় স্বাধীনতা : নৌ প্রতিমন্ত্রী 

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (সংসদ সদস্য) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন।

সোমবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ৫০তম বার্ষিকীতে তিনি এ শ্রদ্ধা জানান।

এ সময় সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ (সংসদ সদস্য), সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব) ফারুক খান, হুইপ আবু সাঈদ খান মাহমুদ স্বপন, ওয়াসিকা আয়েশা খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. সিদ্দিকুর রহমান এবং দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রতিমন্ত্রী পরে টুঙ্গিপাড়ায় জেলা পরিষদ মিলনায়তনে নৌপরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় এক হাজার শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পায়। তিনি বলেন, টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর জন্মভূমি। আমরা টুঙ্গিপাড়াবাসীর কাছে ঋণী। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন জাতিসত্তার পরিচয় দিয়েছেন। সমগ্র দেশবাসী টুঙ্গিপাড়াকে শ্রদ্ধা ও ভালোবাসার চোখে দেখে।আমরা যারা টুঙ্গিপাড়ায় আসি তারা সাহসী ও অনুপ্রাণিত হই।

এমএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
বশেমুরবিপ্রবিতে ভার্চ্যুয়ালি ক্লাস, বন্ধ থাকবে সকল পরীক্ষা
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
গোপালগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৪০
X
Fresh