• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

এবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নুরের নতুন বার্তা

আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২১, ১৫:০০
এবার জাতীয় নির্বাচনে আসা নিয়ে নুরের নতুন বার্তা
ফাইল ছবি

ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গত ২৬ অক্টোবর ‘গণঅধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। এরপর থেকেই দেশের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নুরদের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। এবার সে বিষয়টি পরিষ্কার করলেন দলটির সদস্য সচিব নুরুল হক নুর।

এ বিষয়ে তিনি বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে আমরা ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করব। এ ছাড়া নির্বাচনে আসার চিন্তা নেই।

শুক্রবার (৫ নভেম্বর) সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দলটির সদস্য সচিব এ কথা জানান।

নুর বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তাই এই সরকারের অধীনে সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ অংশ নেবে না। জাতিসংঘের তত্ত্বাবধানে ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না।

তিনি বলেন, সব রাজনৈতিক দল ও মানুষের প্রতি আহ্বান, আগামীতে আমাদের একটা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। সেই সংগ্রামের মধ্য দিয়ে ফয়সালা হবে যে আগামীতে কীভাবে নির্বাচন হবে। আমরা এই মুহূর্তে অন্য কোনো জোটে অংশ নেব না।

এ সময় তেলের দাম বৃদ্ধি নিয়ে পরিবহন শ্রমিক ও মালিকদের ধর্মঘটে সমর্থন জানিয়েছেন সাবেক এই ভিপি।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন নিয়ে ভাইরাল বক্তব্যের ব্যাখ্যা দিলেন মন্ত্রীর ভাই
ঝিনাইদহ-১ উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী
সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে সাইফুল আলম দিপুর গণসংযোগ 
প্রথম ধাপে ইভিএম ব্যবহার নিয়ে ইসির নির্দেশনা 
X
Fresh