• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বিএনপির আলোচনাসভা নাকি ‘জনসমাবেশ’

আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২১, ১৩:৪৪
ছবি: সংগৃহীত

বিএনপির আলোচনাসভা জনসমাবেশে রূপ নিয়েছে। শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আজ রোববার (১০ অক্টোবর) সকাল ১০টায় আলোচনা সভা শুরু হয়।

তবে তার আগেই ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে প্রেস ক্লাব প্রাঙ্গণে। একপর্যায়ে প্রেস ক্লাবের হলরুম কানায় কানায় পরিপূর্ণ হয়ে লোকজন বাইরে অবস্থান নেয়। এ সময় বেশির ভাগ নেতাকর্মীর মুখে মাস্ক দেখা যায়নি।

জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ভেতরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। এ সময় নেতাকর্মীরা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ তারেক রহমান এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে থাকে।

স্মরণসভায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে সকাল ৯টার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড় শহীদ জেহাদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ির গেটে‌ ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লেখা প্লাকার্ড
দেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল
আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা ইশরাক
ব্যাংকে কী তাহলে মাস্তান-মাফিয়া ঢুকবে, প্রশ্ন রিজভীর
X
Fresh