logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ২ বৈশাখ ১৪২৮

সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আইসিইউতে

Former law minister Abdul Matin Khasru in ICU
সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু

সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

আব্দুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে আব্দুল মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। পরে তার করোনা নেগেটিভ আসে। কিন্তু মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।

অ্যাডভোকেট মো. মহিন আরও জানান, আইসিইউতে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ফুসফুসে ইনফেকশন আছে কিনা দেখা হবে।

পি

RTV Drama
RTVPLUS