logo
  • ঢাকা বুধবার, ০৩ মার্চ ২০২১, ১৮ ফাল্গুন ১৪২৭

কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়: ওবায়দুল

ওবায়দুল কাদের

সম্প্রতি নোয়াখালীর আঞ্চলিক রাজনীতি ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। পক্ষে-বিপক্ষে বিভিন্ন রকম কথা চলায় বিব্রত আওয়ামী লীগ। এবার এ বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়, শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।

আজ শনিবার (২৩ জানুয়ারি) সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দলের জন্য বোঝা হতে চাই না কেউ। কেউই দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়। গণতান্ত্রিক চেতনায় ভিন্নমত থাকতে পারে আমাদের। এসব মত পার্থক্য আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে। তবে তা অবশ্যই সাংগঠনিক পরিমণ্ডলে হতে হবে।

সীমারেখার মধ্যে থেকে দলীয় শৃঙ্খলার অনুশাসন মেনে চলতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, দলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিজস্ব সীমারেখা হয়েছে। কথায়, আচরণে ও বক্তব্যে নিজের সীমারেখা অতিক্রম করা থেকে সবাইকে বিরত থাকতে হবে বলেও জানান। দল করতে হলে আমাদের সবাইকে দলের নিয়ম-শৃঙ্খলা তথা দলের রীতি-নীতি ও গঠনতন্ত্র মেনে দল করতে হবে।

এসআর/ এমকে

RTV Drama
RTVPLUS