logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

পুরুষদের তুলনায় মহিলা গাড়ি চালকরা অধিক সাবধান: কাদের (ভিডিও)

আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে বাংলাদেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। পুরুষদের তুলনায় মহিলা গাড়ি চালকরা অধিক সাবধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার ব্র্যাক-বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বলেন, উন্নত বিশ্বের মত বাংলাদেশেও নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালু হয়েছে রোড সেফটি অডিট।

তিনি বলেন, ড্রাইভিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার কাজ করছে। মহিলা গাড়ি চালক তৈরির সুযোগ বাড়ানো চেষ্টা চলছে।

এসজে

RTVPLUS